স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ রুহুল আমিন পদত্যাগ করেছেন। ২৪ আগস্ট রবিবার সকাল ১১ টায় তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন বলে ইসলামি ফাউন্ডেশন সূত্রে জানা যায়।
উপ পরিচালকের দীর্ঘ দিনের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে গতকাল ফাউন্ডেশন পরিচালিত গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকা ও জেলার বিভিন্ন পর্যায়ের ইমাম ও কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতা সকাল দশটায় ফাউন্ডেশন কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। এ সময় বিক্ষোপকারীরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন। পরে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন বলে জানা গেছে।
ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা জানান রুহুল আমিন এই কার্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন মতের আলেম ওলামা, কর্মকর্তা কর্মচারীদের কে বিভিন্নভাবে হয়রানি ও চাকরি চ্যুত করেন। এ ছাড়া তিনি সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন তৎপরতা চালান বলে অভিযোগ উল্লেখ করা হয়।