মাসুদ হোসেন : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রধানীয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (২৫ আগস্ট) সকালে ইউনিয়নের মাস্টার বাজারের পূর্ব পাশ থেকে বিভিন্ন স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক তুহিন মোল্লা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম টিপু বকাউল, যুবদল নেতা মোশাররফ হাওলাদার প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে নৌকা প্রতীকের সমর্থন নিয়ে গোলাম মোস্তফা প্রধানীয়া চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের প্রভাব খাটিয়ে অনিয়ম–দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার মধ্যদিয়ে পরিষদ পরিচালনা করেছেন। কোন কিছু তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে এই অপকর্ম চালিয়ে গেছেন তিনি। এছাড়াও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষকে হয়রানি করেছেন।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। উপাদী দক্ষিণ ইউনিয়নবাসি তাকে আর দেখতে চায় না। তাকে দ্রুত পদত্যাগ করতে হবে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ারম্যান কক্ষে তালা ঝুলিয়ে দেন। এসময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভোট চোর, দূর্নীতিবাজ, অবৈধভাবে চেয়ার দখলকারী স্লোগান দিয়ে দ্রুত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহালম মিজি, মজিবুর রহমান খান, বিএনপি নেতা জাকির তালুকদার, সেলিম প্রধানীয়া, ওয়াদুদ মিয়া, আলী আরশাদ, মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন তপদার, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, সহ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদল নেতা সেলিম হোসেন,
শাহাদাত হোসেন, মহসিন, রাসেল, আনিসুর রহমান, কাশেম, এমরান হোসেন, হাসান হাজী, মিন্টু মিয়া, হাসান মিজি, কামরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, ইব্রাহিম, ছাত্রদল নেতা রাজন হোসেন, সাকিব হোসেন, সাকিব বকাউল সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।