কল্যানপুরে নুরু পাটোয়ারীর বিরুদ্ধে জনপথ বন্ধ করার অভিযোগ !

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ রঙেরগাও এলাকার স্থানীয় নুরু পাটোয়ারীর বিরুদ্ধে গ্রাম্য একটি জনপথ( রাস্তা )বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে ২৪ আগস্ট শনিবার দুপুরে রঙের এলাকায় গিয়ে স্থানীয় রাকিব হোসেন পাটোয়ারীর সাথে কথা হয়।

তিনি বলেন এই এলাকায় প্রায় ৩ পরিবার বসবাস করে। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে ১ হাজার মানুষের চলাচল করে। বিভিন্ন কাজের সুবাদে রাস্তাটি ব্যবহার করা হয়। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা সহ, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যাতায়াতের জন্য স্থানীয় দের একমাত্র মাধ্যম এই রাস্তাটি। এই এলাকার বসবাসরত স্থানীয়রা বহুদিন ধরে এই রাস্তাটি ব্যবহার করে আসছে। তবে স্থানীয় নুরুল ইসলাম (নূরু) পাটোয়ারী রাস্তার মালিকানা দাবি করে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছে। কয়েকবার রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছিল । ভুক্তভোগীরা এর প্রতিবাদ করলে উল্টো মারধরের শিকার হতে হয়েছে ।

এবাং তিনি রাস্তার মালিকানা দাবি করে আদালতে প্রতিবাদকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

বর্তমানে অভিযোগটি আদালতে চলমান রয়েছে। স্থানীয় মান্নান গাজী (৩৭) বলেন এ রাস্তাটি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কয়েকবার সরকারিভাবে সংস্কারের কাজ করা হয়েছিল।

কিন্তু নুরুল ইসলাম পাটোয়ারী মালিকানা দাবি করে বাধা প্রদান করার কারণে এখন আর সংস্কারের কাজ হয়নি।
একই এলাকার রিপন পাটোয়ারী বলেন এ রাস্তাটি বন্ধ হয়ে গেলে তিনশত পরিবারের যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হবে এবং চরম দুর্ভোগে পড়বে।

রঙেরগাঁও এলাকার পাটোওয়ারী বাড়ির কাদের পাটোওয়ারী বলেন জনস্বার্থে নুরুল ইসলাম ও রাজু আহমেদ পাটোওয়ারীকে দ্রুত জমির দ্বন্দ্ব নিষ্পত্তি করে সাধারণ মানুষের চলাচল জন্য রাস্তার সংস্কারের কাজে সহযোগিতা করার আহ্বান জানায়।

সম্পর্কিত খবর