চাঁদপুরে দুটি মামলায় ডা: দীপু মনিকে শোন এরেস্টের আবেদন

চাঁদপুর খবর রিপোর্ট : হামলা,ভাংচুর ,অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পৃথক চাঁদপুরে দুটি মামলায়(চাঁদপুর মডেল থানায় মামলা নং ১১ তাং ১৫ আগষ্ট-২০২৪ ও চাঁদপুর মডেল থানার মামলা নং ১৯ তাং ২০ আগষ্ট-২০২৪ ) ১নং আসামী সাবেক সমাজকল্যানমন্ত্রী ডা: দীপু মনিকে শোন এরেষ্ট দেখানোর আবেদন করেছে চাঁদপুরের আদালতে।

উক্ত দুটি মামলায় প্রধান আসামী ডা:দীপু মনিকে শোন এরেষ্টের আবেদন জানিয়েছেন বলে গতকাল ২৪ আগষ্ট দৈনিক চাঁদপুর খবরকে মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা এসআই মো: মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন । তিনি বলেন ,চাঁদপুরের আদালতে আবেদন জানিয়েছি । উক্ত দুটি মামলায় শোন এরেষ্টেটের প্রসেস করা হয়েছে ।

এ ব্যাপারে গতকাল চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন গতকাল হোয়ারসপে দৈনিক চাঁদপুর খবরকে জানান, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পৃথক চাঁদপুরে দুটি মামলায় ১নং আসামী সাবেক সমাজকল্যানমন্ত্রী ডা:দীপু মনিকে শোন এরেষ্ট দেখানো হয়েছে ।

উল্লেখ্য, হামলা,ভাংচুর ,অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা নং ১১ তাং ১৫ আগষ্ট ।

উক্ত মামলার এজহারভুক্ত আসামী ৫১০ অজ্ঞাত ১২০০ এবং চাঁদপুর মডেল থানার মামলা নং ১৯ তাং ২০ আগষ্ট । উক্ত মামলায় এজহারভুক্ত আসামী ২২৪ অজ্ঞাত ৩০০/৪০০ ।

সম্পর্কিত খবর