মুন্সীরহাট কলেজের অধ্যক্ষকে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষরের অভিযোগ

স্টাফ রিপোটার : মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট কলেজের অধ্যক্ষকে জোড় করে পদত্যাগ পত্রে স্বাক্ষরের অভিযোগ করেছেন ওই কলেজের অধ্যক্ষ এম.এ.মালেক ।

অপরদিকে কলেজের বর্তমান অধিকাংশ ছাত্র-ছাত্রী অধ্যক্ষকে স্বপদে ফিরে আনার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারকলিপি দিয়েছে।

ওই কলেজের অধ্যক্ষ এম.এ.মালেক গত ১৮ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর তাকে জোড় করে পদত্যাগ পত্রে স্বাক্ষরের নিয়েছে বলে একটি আবেদন করেন। অভিযোগ পত্রে জানা যায়,গত ১৫ আগষ্ট বেলা আড়াইটার দিকে তার নিজ কক্ষে শিক্ষক ছাত্র-ছাত্রীদের সাথে কলেজের অভ্যন্তরীন বিষয়ে আলোচনার এক পর্যায়ে এলাকার প্রায় ৫০/৬০ জন বহিরাগত বৈষশ্যবিরোধী আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন করে এবং এক পর্যায়ে বর্তমান পরিস্থিতির সুযোগে তাকে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন।

তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদনে আরো দাবী করেন, বহিরাগতরা উত্তেজিত ও মারমুখী হয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি প্রদর্শন করলে তিনি ভয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। তাছাড়া কলেজের বর্তমান প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে তার পদে ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সি এ জানান, দুটো আবেদন জমা পরেছে । উপজেলা নির্বাহী অফিসার সহসা পদক্ষেপ নিবেন।

সম্পর্কিত খবর