চাঁদপুরে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে কিশোরকে কুপিয়ে হত্যা

চাঁদপুর শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাং। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টায় শহরের ষোলঘর এলাকার জেলা প্রাথমিক অফিসের সামনে এই ঘটনা ঘটে।

হামলায় খুন হওয়া কিশোর মো. শাহীনের বাবা মৃত স্বপন সরকার। শহরের ব্যাংক কলোনি হাসান ভিলায় ভাড়া বাসায় মায়ের সঙ্গে বসবাস করতো পেশায় অটোরিকশা চালক মো. শাহীন।

তার মায়ের নাম সাজেদা বেগম।

এ ঘটনার গুরুতর আহত জিহাদুল ইসলাম ফাহিম নামের আরেক কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট শহরের ব্যাংক কলোনি খেলার মাঠে ফুটবল খেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে জড়ায় দুই পক্ষের কিশোররা। সেই দ্বন্দ্বের সূত্র ধরে বেশ কয়েকজন কিশোর পরিকল্পিতভাবে হামলা চালায়।

এতে শাহীনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলে মারা যায় মো. শাহীন।

এদিকে, রাতে মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। জানালেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহসীন আলম।

সম্পর্কিত খবর