চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৯দিনেও কেউ গ্রেফতার হয়নি । এজহারভুক্ত(মামলা নং ১১ তাং ১৫.১৫.৮.২০২৪খ্রি:) ৫১০জন আসামী ও অজ্ঞাত ১২০০ আসামী হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ । এরই মধ্যে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে । সর্বত্র এনিয়ে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠছে । কারণ অভিযোগ উঠেছে মামলার এজহারভুক্ত আসামীরা শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ।
এ মামলায় ১৩জন চেয়ারম্যান আসামী। এসব জনপ্রতিনিধিরাও ঘুরে বেড়াচ্ছে । নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে মামলার সিনিয়র নেতৃবৃন্দ আত্নগোপনে রয়েছে । অভিযোগ উঠেছে পুলিশ এ মামলা তদন্তে কোন অগ্রগতিও নেই । অনেকটা গা’ছাড়া ভাবে তদন্ত করছে । সরজমিনে তদন্ত পর্যন্ত করছে কিনা তা নিয়েও প্রশ্ন ।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মীর রাজ্জাক দৈনিক চাঁদপুর খবরকে জানান, এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি । মামলাটি তদন্ত করছে এসআই মকবুল ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই মকবুল দৈনিক চাঁদপুর খবরকে জানান,মামলাটি তদন্ত করছি । এজহারে অনেক আসামীর নাম রয়েছে কিন্তু পিতার নাম নেই অজ্ঞাত দেখানো হয়েছে । তাই এসব তথ্য সংগ্রহ করছি । এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ মামলায় কোন আসামীকে গ্রেফতার করিনি । কেন গ্রেফতার করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দিতে পারেননি ।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ১নং ও তার বড় ভাই চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু কে ২নং আসামী করে ৫১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০০থেকে ১২০০ জনকে আসামি করে অবশেষে মামলাটি এজহারভুক্ত করা হয়েছে । এজহার নং ১১ তাং ১৫ .৮.২০২৪ ইং ।
গত ১৫আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।