স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের স্মরণে শিশুদের অংশগ্রহণের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
(২৩ আগস্ট শুক্রবার) চাঁদপুর শহরের পুরান বাজার পৌর ২নং ওয়ার্ড পশ্চিম শ্রীরামদি এলাকায় সাঁতার প্রতিযোগিতার স্থানীয় ২নং সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় ও হোছাইনীয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
সাঁতার প্রতিযোগিতা শেষে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাঁতার প্রতিযোগিতার আয়োজক আজিজুল ইসলাম সবুজ, তানভীর আহমেদ মিয়াজী,মোঃ ইউসুফ আখন, মোঃ বিল্লাল হোসেন সুমন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা তানিম আহমেদ ইফতি প্রমূখ।
সাঁতার প্রতিযোগিতায় মাদ্রাসা পর্যায়ে প্রথম হয়েছে জিহাদ মাহমুদ মাহিন,দ্বিতীয় জাহিদ শেখ ও তৃতীয় ইয়াছিন রাফি।
স্কুল পর্যায়ে প্রথম হয়েছে আব্দুল্লাহ আল নাহিদ,দ্বিতীয় আল আমিন ও তৃতীয় হয়েছেন রোকন উদ্দিন।
সাধারণ পুরস্কার পেয়েছেন ৬ জন। তারা হলেন,ওয়াজিব বেপাড়ী, আব্দুল্লাহ সাইফ, ফয়সাল, সাজ্জাদ, জিহাদ আলম ও ইমাম ঢালী।