স্টাফ রিপোর্টার : মতলব উত্তরের পশ্চিম পাশ ঘেঁষে মেঘনা নদীরপাড় দিয়ে বয়ে যাওয়া বেড়িবাঁধ নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে।
এ বেরিবাঁধ ভেঙ্গে গেলে হাজার হাজার মানুষের জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল, গবাদি পশু ও বাড়িঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও এলাকাবাসিকে রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক টিম স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে।
গতকাল শুক্রবার সকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে বেড়িবাঁধ সংরক্ষণে কাজ শুরু করা হয়। এতে আরও সহযোগী ছিলেন
মাওলানা আশরাফ আলী,মোঃ আক্তার হোসেন মিয়জি, মোঃ মাইন উদ্দিন সুজন, মোঃ শাহজালাল,
মোঃ খোরশেদ আলম, মোঃ মোস্তফা, আবু সুফিয়ান মোহাম্মদ কাউসার আলম মুহা শফিকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মলতব উত্তর উপজেলা নেতৃবৃন্দ মানবতার মহান এ সেবায় যার যার অবস্থান থেকে সহযোগিতা করার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।