কাল চাঁদপুরে বিদু্ৎ সরবরাহ বন্ধ থাকবে

চাঁদপুর খবর রির্পোট: কুমিল্লা জোন, বিউবো, কুমিল্লা প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য চাঁদপুর বিউবো এর আওতাধীন চাঁদপুরে আগামীকাল শনিবার বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল ২২আগস্ট (বৃহস্পতিবার) চাঁদপুর বিউবো এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মেহেদী হাসান ভূঞা স্বাক্ষরিত দপ্তরাদেশ এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে জানা যায়, নতুন বাজার বালুর মাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১কেভি নতুন বাজার, কোল্ডস্টোর, লোকাল, সিএসডি, বিপনীবাগ, ষোলঘর, বাবুরহাট, ৩৩কেভি মেঘনা ফিডার এবং অত্র দপ্তরের আওতাধীন পুরান বাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১কেভি বাজার, খালপাড়, হাইমচর ফিডারে কাল ২৪আগস্ট শনিবার সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তৎপ্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুর এর উল্লিখিত ফিডারের আওতাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নতুন বাজার, কালীবাড়ী, চিত্রলেখা, ছায়াবানী, বাসস্টেশন, উপজেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, ওয়‍্যারলেছ, ফিশারী গেইট, বড় স্টেশন, লঞ্চঘাট, পালবাজার, ডাব্লিউ রাহমান জুটস মিলস লিমিটেড, স্টার আলকায়েদ জুটস মিলস লিমিটেড, মমিনপাড়া আ/এ, রঘুনাথপুর, পুরান বাজারের বাণিজ্যিক এলাকা, দোকানঘর ইত্যাদি এলাকাসহ বিউবো’র আওতাধীন এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো’র সার্বিক কার্যক্রমে সকল অংশীজনের সহযোগিতা একান্ত কামনা করেছেন।

সম্পর্কিত খবর