আওয়ামী সরকারের গুম খুন ও হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: বিগত ১৫ বছরে আওয়ামী সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের গুম খুন হত্যার নির্দেশ দাতা শেখ হাসিনা ও তার বাহিনীর বিচারের দাবীতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

এসময় সভাপতির বক্তব্য জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিগত ১৫ বছর নির্বিচারে বিএনপি নেতাকর্মীসহ হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন ও হত্যা করেছে। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনি হাসিনা ও তার দানব বাহিনীর বিচার দাবী করছি।

চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহসভাপতি সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকসী, শাহজাহান কবির খোকা, যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজু, সালাউদ্দিন বেপারি, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, মান্নান খান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক রাজ্জাক হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর