চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী উপাচার্য কর্তৃক আয়োজিত অবৈধ সিন্ডিকেট সভার সকল সিদ্ধান্ত বাতিল করার জন্য চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে চাঁবিপ্রবি সকল সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল ২২আগস্ট (বৃহস্পতিবার) মহামান্য রাষ্ট্রপতি বরাবর সিন্ডিকেট সভার সকল সিদ্ধান্ত বাতিল করার জন্য আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী উপাচার্যের পদত্যাগের দাবিতে চাঁবিপ্রবি শিক্ষার্থীরা গত ৮ই আগস্ট, ২০২৪ হতে আন্দোলন করে আসছে। গত ১৪ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। তিনি পদত্যাগ না করায় ইতোপূর্বে জেলা প্রশাসকের মাধ্যমে ১৪ই আগস্ট আপনার নিকট উপাচার্যকে পদচ্যুতি করানোর জন্য স্মারকলিপি দিয়েছিলাম।
কিন্তু চাঁবিপ্রবি উপাচার্য এখনো স্বপদে বহাল রয়েছে। ২২আগস্ট ২০২৪, সকাল ১১টায় তিনি অবৈধভাবে সিন্ডিকেট সভার আয়োজন করেছেন। আমরা চাঁবিপ্রবি শিক্ষার্থীরা আশঙ্কা করছি তিনি সভায় শিক্ষার্থী এবং শিক্ষকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপজ্জনক পদক্ষেপ গ্রহন করবেন।
জনাবের নিকট আকুল আবেদন এই যে, উপাচার্যকে পদচ্যুত করে এবং অবৈধ সিন্ডিকেট সভায় গৃহিত সকল সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বাধিত থাকবেন।