ছেংগারচর বাজারে জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ!

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বিরুদ্ধে।

ছেংগারচর পৌরসভার বালুচর গ্রামের ফরাজী বাড়ির মানিক ফরাজী গংদের পৈত্রিক সম্পত্তির অংশ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করেন মোহাম্মদ আলী। তিনি ৭ শতাংশ ক্রয় করে প্রায় ২৫ শতাংশ জোরপূর্বক দখল করে সেমি পাকা মার্কেট নির্মাণ করার চেষ্টা করে। এ নিয়ে একাধিকবার স্থানীয় পর্যায়ে শালিস হলেও কোন সুরাহা হয়নি।

তিনি মোহাম্মদ হোসেন ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ।

মানিক ফরাজী বলেন, এ জমি আমার পৈত্রিক সম্পত্তি। মোহাম্মদ আলী মাস্টার ৭শতাংশ ভূমি ক্রয় করে অতিরিক্ত জমি দখল করে রেখেছেন। একাধিকবার সালিশ দরবার হলেও কোন সুরাহায় আসেনি মোহাম্মদ আলী মাস্টার।

এ ব্যাপারে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ আলী বলেন, আমি জমি ক্রয় করে ভোগদখলে রয়েছি। তবে এ জমি নিয়ে বিরোধ চলছে। স্থানীয় পর্যায়ে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

সম্পর্কিত খবর