আগামী শীত মৌসুম শুরুর আগেই ঢাকার বায়ুদূষণ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, রাজধানীর চারপাশের অবৈধ ইটভাটা বন্ধ করাসহ বায়ুদূষণ রোধের ব্যবস্থা না করে নতুন ভবন নির্মাণের অনুমিত দেওয়া হবে না। খোলা ট্রাকে বালু বা ইট বহন বন্ধ করা হবে।
বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
তিনি আরো জানান, এখন থেকে নতুন করে আর কোনো ইটভাটার লাইসেন্স দেবে না সরকার। সারা দেশের অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হবে। অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ার ব্যাপারে কোনো সহানুভূতি দেখানো হবে না। ইট বানানোর নতুন মৌসুম শুরু হওয়ার আগেই এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে।
রাস্তায় গাড়ির যত্রতত্র হর্ন বন্ধ করতে পরিবেশ মন্ত্রণালয় অভিযান শুরু করবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, ‘হর্ন বাজানো বন্ধ করতে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য ঢাকার ১০টি পয়েন্টে অভিযান চালানো হবে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সরকার এই সকল কার্যক্রম পরিচালনা করবে।