চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবি ও রাজনীতিবিদ অ্যাড: সামছুল ইসলাম মন্টু । চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান গত ২০ আগস্ট বিশেষ পিপি হিসেবে তাকে এ নিয়োগপত্র প্রদান করেন ।
চাঁদপুর জেলার বিশেষ পিপি সাইয়েদুল ইসলাম বাবু মৃত্যুবরন করায় বিশেষ পিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন । গত দুদিন আগে আব্দুল্লাহ আল মামুন বিশেষ পিপির পদ থেকে স্বেচ্ছায পদত্যাগ করেন । Legal Remembrancer’s Manual ‘ 1960 এর অধ্যায় – ২ এর ২৭(১৭এ) বিধি এবং ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৪৯২ (২) ধারামতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ শামছুল ইসলাম মন্টুকে বিশেষ পিপি হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেন জেলা ম্যাজিস্ট্রেট।
এদিকে,চাঁদপুর জেলার নবাগত বিশেষ পিপি অ্যাড: শামছুল ইসলাম মন্টু গতকাল বুধবার ২১ শে আগস্ট বিশেষ পিপি হিসেবে যোগদান করেন । বিকেলে তিনি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ( জেলা জজ ) বিচারক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বিশেষ পিপি হিসেবে দায়িত্ব পাওয়ার পর চাঁদপুর আইনজীবীদের মাঝে আনন্দের ছড়িয়ে পড়ে । চাঁদপুরের আইনজীবীরা এই নিয়োগকে স্বাগত জানিয়েছে ।
সাংবাদিক সোহেল রুশদীর অভিনন্দন :
চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি পদে বিশিষ্ট আইনজীবি ও রাজনীতিবিদ অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু নিয়োগ পাওয়ায় তাকে প্রানঢালা অভিনন্দন জানান চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।