স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার ফৌজদারী আদালতে ( জেলা জজ আদালতে) সাময়িক দায়িত্ব পালনের জন্য পাবলিক প্রসিকিউটর ( পিপি) নিয়োগ পেলেন অ্যাডভোকেট কুহিনুর বেগম। চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান গত ২০ আগস্ট পিপি হিসেবে তাকে এ নিয়োগপত্র প্রদান করেন ।
চাঁদপুর জেলার পিপি রনজিত কুমার রায় চৌধুরী ১৪ ই আগস্ট পদত্যাগ করায় প্রেক্ষিতে Legal Remembrancer’s Manual ‘ 1960 এর অধ্যায় – ২ এর ২৭(১৭এ) বিধি এবং ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৪৯২ (২) ধারামতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ কুহিনুর বেগমকে পিপি হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেন ।
চাঁদপুর জেলার নবাগত পিপি অ্যাড: কুহিনুর বেগম গতকাল বুধবার ২১ শে আগস্ট পিপি হিসেবে যোগদান করেন । বিকেলে তিনি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ( জেলা জজ) বিচারক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। অ্যাডভোকেট কুহিনুর বেগম পিপি হিসেবে দায়িত্ব পাওয়ার পর চাঁদপুর আইনজীবীদের মাঝে আনন্দের ছড়িয়ে পড়ে ।