চাঁদপুর বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান করা হয়েছে।

সোমবার(১৯ আগস্ট) পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত চাঁদপুর জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই(সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আবদুস সালাম’কে র‌্যাংক ব্যাজ পড়িয়ে দেন চাঁদপুর পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর