ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে ৩ জনসহ আহত ৪। ঘটনাটি ঘটেছে গত সোমবার ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর ৬নং ওয়ার্ডের দক্ষিণ চর রাঘবরায় গ্রামে। হামলায় আহতরা বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর ৬নং ওয়ার্ডের দক্ষিণ চর রাঘবরায় গ্রামের মো. সুরুজ মিয়া (৩০), তার বৃদ্ধ মা জাহানারা বেগম (৬৫), ভাই সাহাদাত হোসেন (৩৮) ও চাচাতো ভাই শাহালম রাঢ়ী (২৫)।

আহত মো. সুরুজ মিয়া জানান, একই বাড়ির শরীফ রাঢ়ীদের সাথে আমাদের জমি নিয়ে বিভেদ রয়েছে। আমার দাদী হাসমতেন্নেছা বাদী হয়ে ১৯৬১ সালে ২ একর ৩৭ শতাংশ ৭৫ পয়েন্ট জমির বিষয়ে মামলা করে। মামলা নং- ৯৪। সেই মামলার কমিশন হয় ২০০৫ সালে এবং প্রাথমিক রায় হয় ২০০৮ সালে। পরে ২০২১ সালের ৩ নভেম্বর ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে আমাদের জমি দখল বুঝিয়ে দেয়। এরপর থেকে বিভিন্ন অনুহাতে শরীফ রাঢ়ীরা দলবল নিয়ে বিভিন্ন সময় আমাদের উপর হামলা করে। বাড়িতে তাদের ১২টি পরিবার বসবাস করে আর আমাদের ২টি পরিবার। বাড়িতে আমাদের লোক সংখ্যায় কম হওয়ায় সবসময় তারা আমাদের উপর অত্যাচার করে থাকে।

তিনি আরো বলেন, গত কয়েকদিনের বৃষ্টির কারণে আমাদের একটি গাছ রাস্তার উপরে পড়ে যায়। সেই গাছটি সোমবার সকালে আমারা কাটতে গেলে শরীফ রাঢ়ী, মান্নান গাজী, আরিফ রাঢ়ী, সাইফুল, রৌশন আরা বেগম, আখি বেগম, সুমা বেগম, সাফিয়া বেগম, খাদিজা বেগম লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে।

এতে আমরা রক্তাক্ত জখম হই। এসময় তারা আমাদের সাথে থাকা ২টি স্বর্ণের চেইন, একটি ভেচলেট, একটি আংটি নিয়ে যায় তারা। পরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসার পথে লোকজন নিয়ে আমাদের আটকে রাখে। যাতে চিকিৎসা নিতে আসতে না পারি। পরে প্রশাসেনর হস্তক্ষেপে আমরা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসি। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

সম্পর্কিত খবর