চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে শিক্ষার্থীদের স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি : নির্মাণের ১৯ বছর পার হলেও বন্ধ হয়নি চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম। টোল বন্ধের দাবিতে এখন পর্যন্ত বিক্ষোভ করেছেন সেতু ব্যবহারকারী যানবাহন চালকেরা। এবার পুরোপুরি টোল বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বৈষম্যধিবোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন।

এদিকে একই সময় চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে পরিবহন শ্রমিক নেতারাও স্মারকলিপি দিয়েছেন প্রশাসনকে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিলো দেশের চলমান অনিয়ম সংস্কার করা। প্রায় দুই দশক আগে ডাকাতিয়া নদীর উপরে ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয় করে ‘চাঁদপুর সেতু’ নির্মাণ করা হয়। এযাবৎকাল পর্যন্ত নির্মাণ ব্যয় অধিক পরিমান রাজস্ব আয় করে সরকার। কিন্তু টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করার কোনও প্রয়াস দেখা যাচ্ছে না।

তারা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা চাঁদপুর জেলায় দীর্ঘদিনের চাঁদপুরের গণমানুষের দাবির পরিপ্রেক্ষিতে ‘চাঁদপুর সেতুর’ চলমান টোল আদায় এবং ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানাচ্ছে। টোল আদায় বন্ধ না হলে আমাদের চলমান আন্দোলন চলতে থাকবে। প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সম্পর্কিত খবর