বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় চাঁদপুর ২২৪ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর খবর রির্পোট: পূর্ব নির্ধারিত সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চাঁদপুর বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে গত ৪ আগস্ট আন্দোলনকারী ও বাদীর ছেলের উপর হামলার ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ১নং, তার বড় ভাই চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপুকে ২নং আসামী ও সাবেক এমপি ড. সেলিম মাহমুদ (৫৮)কে ৩নং আসামী করে ২২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০০থেকে ৩০০ জনকে আসামি করে এজহার দায়ের করা হয়েছে । এনিয়ে চাঁদপুর মডেল থানায় এটি দ্বিতীয় মামলা হলো । এর আগে ১৫ আগষ্ট চাঁদপুর মডেল থানায় প্রথম মামলা করা হয়েছে । মামলা নং ১১ তাং ১৫.৮.২০২৪ ।

গতকাল ২০আগস্ট (মঙ্গলবার) চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন উত্তর বালিয়ার বাঘড়া বাজার এলাকার ঢালীর ঘাট গ্রামের মৃত আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান (৫৫)। বিষয়টি চাঁদপুর সদর মডেল থানার সূত্রে জানা যায়।
মামলার অন্য আসামীরা হলেন: ৪নং আসামী সাদ্দাম হোসেন (৩৩), পিতা তাফাজ্জল হোসেন খান, সাং- আশিকাটি, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ ৫। হুমায়ুন কবির সুমন (৩১), পিতা- অজ্ঞাত, উপজেলা চেয়ারম্যান, চাঁদপুর সদর ৬। মোঃ জহির (৩২), পিতা- অজ্ঞাত, সভাপতি, জেলা ছাত্রলীগ, সাং- বিটি রোড,

৭। কবির চৌধুরী (৩৫), পিতা- মোজাম্মেল হক, সাং- বি.টি রোড, ৮। ফেরদৌস মোরশেদ জুয়েল (৪৬), পিতা মৃত মুকবুল হোসেন, সাং- জোড়পুকুর পাড়, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ ৯। আতাউর রহমান ফারভেজ (৪১), পিতা-মৃত মোশারফ ভূঁইয়া, সাং- গুয়াখোলা রোড, সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগ, চাঁদপুর, ১০। জাহাঙ্গীর হোসেন নবীর (৩২), পিতা লুৎফুর রহমান, সাবেক সহ-সভাপতি বলিয়া ইউনিয়ন ছাত্রলীগ ১১। মামুন গাজী (২৯), পিতা মনির গাজী, সাং- গুনরাজদী ১২। ইউসুফ গাজী মুন্না (৩৪), পিতা- সফিউল্যা গাজী, ১২নং ওয়ার্ড, গাজী বাড়ী, আহ্বায়ক পৌর ছাত্রলীগ ১৩। ইকবাল হোসেন বাবু পাটওয়ারী (৩৬), পিতা- সিরাজ পাটওয়ারী, সাং- দক্ষিণ গুনরাজদী

১৪। হেলাল হোসেন (৩৫), পিতা মৃত বসরত আলী মুন্সী, সভাপতি স্বেচ্ছা সেবকলীগ, চাঁদপুর জেলা শাখা, সাং- কোড়ালিয়া রোড, ১৫। মোতালেব (৩৪), সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগ, চাঁদপুর ১৬। তৃপ্তি (৩৩), সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, ১৭। আইয়ুব আলী বেপারী (৩৭), পিতা- অজ্ঞাত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, চাঁদপুর সদর, চাঁদপুর ১৮। নাজমুল আলম স্বপন (৩৩), পিতা মৃত শুকু মিয়া, সাং- করইশ, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর, বর্তমান পৌরসভার মেয়র ১৯। মনির হোসেন (৩৪), পিতা অজ্ঞাত, সাং- সাচার, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর, চেয়ারম্যান ১নং ইউনিয়ন পরিষদ, ২০। নূর হোসেন (৫৩), পিতা মৃত মনু মিয়া পাটওয়ারী, সাং-উত্তর আলগী, ৫নং ওয়ার্ড, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর ২১। খুরশিদ আলম (৪৫), পিতা রমিজ শিকদার, সাং- মহজমপুর, ৮নং ওয়ার্ড,

২২। এস.এম আল মামুন সুমন (৪২), পিতা মৃত শাহিন শাহ সরদার, সাং- পূর্ব চরকৃষ্ণপুর, ৩নং ওয়ার্ড, ২৩। ফখরউদ্দিন আলী আহম্মেদ (৫০), পিতা মৃত শামছুল হক মাষ্টার, সাং- দক্ষিণ আলগী, ৪নং ওয়ার্ড ২৪। মনির হোসেন দেওয়ান (৫০), পিতা আলী আহম্মদ, সাং- পশ্চিম চরকৃষ্ণপুর, ২নং ওয়ার্ড সর্ব থানা- হাইমচর, ২৫। আমিনুল ইসলাম বাবুল (৪৫), পিতা মৃত বশতর আলী মুন্সী, সভাপতি, পৌর আওয়ামীলীগ, সাং- কোড়ালিয়া ২৬। জাহিদুল ইসলাম রোমান (৪৬), পিতা মৃত সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি জেলা ছাত্রলীগ, সাং- আদালত পাড়া ২৭। কামাল পাটওয়ারী (৫০), পিতা মৃত আঃ করিম পাটওয়ারী, (আঃ করিম পাটওয়ারী বাড়ী), তালতলা ২৮। আলমগীর গাজী (৪২), কাউন্সিলর, ১৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, পিতা কলিমুল্যা গাজী, সাং- ওয়ারলেছ গেট ২৯। সোহেল (৩৫), পিতা অজ্ঞাত, সাং- কোড়ালিয়া রোড, সভাপতি চাঁদপুর সরকারী কলেজ ৩০। কাশিম গাজী (৩৪), পিতা মানিক গাজী, সাং- ওয়ালেছ বাজার,

১৩নং ওয়ার্ড ৩১। মোঃ বাচ্চু শেখ (৪৮), পিতা মৃত হায়দার আলী শেখ ওরফে মান্নান শেখ, ১৩নং ওয়ার্ড, ৩২। ফরিদা ইলিয়াছ (৪৩), কমিশনার, চাঁদপুর পৌরসভা, ৩৩। শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী (৪২), পিতা মোঃ সফিউল্যা পাটওয়ারী, ৩নং কল্যাপুর ইউপি, ৩৪। মোঃ শামিম (৪৮), পিতা অজ্ঞাত, বিষ্ণুপুর ইউনিয়ন, ৩৫। বিল্লাল হোসেন (৪৬), পিতা মৃত অলি আহম্মদ পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন ৩৬। হান্নান মিজি (৪৫), পিতা হাতিম মিজি, সাং- রামদাসদী (দোকান ঘর) ৩৭। সাখাওয়াত খান (৫০), পিতা মৃত হাবিবুর রহমান খান, সাং- রামদাসদী, সাখুয়া ইউনিয়ন ৩৮। আল মামুন পাটওয়ারী (৪৩), পিতা তোফাজ্জল হোসেন পাটওয়ারী, সাং- রামপুর ইউনিয়ন ৩৯। আল-আমিন গাজী (৩৮), পিতা ছাত্তার গাজী, সাং- রঘুনাথপুর ৪০। নুরুল ইসলাম পাটওয়ারী (৫২), পিতা অজ্ঞাত, সাং- মৈশাদী ইউনিয়ন ৪১। ইমাম হাসান রাসেল গাজী (৪২), পিতা খলিলুর রহমান গাজী, সাং- তরপুরচন্ডী ইউনিয়ন

৪২। বেলায়েত হোসেন গাজী (৪৯), পিতা মৃত আঃ রব গাজী, সাং- বাগাদী ইউনিয়ন ৪৩। রফিক উল্যা পাটওয়ারী (৫২), পিতা মৃত খলিল পাটওয়ারী, সাং- বালিয়া ইউনিয়ন ৪৪। কাশেম খাঁ (৪৯), পিতা ইয়াছিন খা, সাং- ইব্রাহিমপুর ইউয়িন, ৪৫। খানজাহান আলী কালু পাটওয়ারী (৫০), পিতা মৃত আলাউদ্দিন পাটওয়ারী, সাং- চান্দ্রা ইউনিয়ন ৪৬। হযরত আলী বেপারী (৫৩), পিতা কুদ্দুছ বেপারী, সাং- রাজরাজেশ্বর ইউনিয়ন ৪৭। মাসুদুর রহমান নান্টু (৪৪), পিতা মৃত মোখলেছ পাটওয়ারী, সাং- শাহমাহমুদপুর ইউনিয়ন ৪৮। সাইফ খান (৩৩), পিতা অজ্ঞাত, সাং- প্রফেসর পাড়া, সাধারণ সম্পাদক, চাঁদপুর সরকারী কলেজ, ছাত্রলীগ ৪৯। সিডু মিজি (৪০), পিতা মৃত বাচ্চু মিজি, সাং- ষ্ট্যান্ড রোড, ৬নং ওয়ার্ড, ৫০। আনিছুর রহমান বোপরী (৩০), পিতা আঃ রহমান বোপরী, সাং- রঘুনাথপুর

৫১। করিম কতোয়াল (৪০) পিতা মৃত কাদির কতোয়াল, সাং- লক্ষ্মীপুর, ৫২। সুমন গাজী (৩৫), পিতা মৃত আঃ রব গাজী, ১৩নং ওয়ার্ড চাঁদপুর পৌরসভা, ৫৩। আনোয়ার গাজী (৪৫), পিতা নুরুল হক গাজী, সাং- কমলাপুর ৫৪। মোঃ কামরুল জমাদার (৩৮), পিতা সামছুল জমাদার, ৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৫৫। মোঃ শাহিন মাঝি (৩৪), পিতা রফিক মাঝি, ৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৫৬। ইসমাইল (৩৮), সভাপতি যুবলীগ, ৮নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৫৭। সফিকুল ইসলাম (৪৪), পিতা অজ্ঞাত, কাউন্সিলর ৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৫৮। সোহেল মিজি (৪৫), পিতা অজ্ঞাত, সভাপতি যুবলীগ, ১২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৫৯। মোঃ আমান (৪২), সাধারণ সম্পাদক, ১২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৬০। মহসিন (৪০), সাধারণ সম্পাদক ১৩নং ওয়ার্ড, যুবলীগ, চাঁদপুর পৌরসভা,

৬১। মোস্তফা শেখ, পিতা মোঃ সাদেক আলী শেখ, সভাপতি যুবলীগ, ১৪নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৬২। আমিন খান (৪৫), পিতা অনিল খান, যুবলীগ সাধারণ সম্পাদক, ১৪নং ওয়ার্ড, ৬৩। মোঃ রমজান আলী মৃধা (৪০), পিতা হজল মৃধা, সভাপতি যুবলীগ ১৫নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৬৪। মাসুদ পাটওয়ারী (৩৭), পিতা মৃত অলি পাটওয়ারী, সাধারণ সম্পাদক যুবলীগ, ১৫নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা,

৬৫। মোঃ মোবারক (৩৯), পিতা গেদা বেপারী, সভাপতি যুবলীগ, ১নং ওয়ার্ড চাঁদপুর পৌরসভা ৬৬। সাজ্জাদ পাটওয়ারী (৪৪), পিতা অজ্ঞাত, সাং- দক্ষিণ গুনরাজদী ৬৭। নজরুল হাওলাদার (৪৭), যুবলীগ সভাপতি, ২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৬৮। সাগর পাটওয়ারী (৩৫), পিতা অজ্ঞাত, সাং- গুনরাজদী, ৬৯। অনিক (৪২), পিতা আমিন, সাং- আদালতপাড়া ৭০। এমরান খান (৪২), পিতা সিরাজ খান, সাং- শ্রীরামপুর ৭১। জাহাঙ্গীর হাওলাদার (৪৫), পিতা ছাত্তার হাওলাদার, সাং- শ্রীরামপুর ৭২। জনি (৩৩), পিতা মৃত ফারুক, সাং- কুলিবাগান ৭৩। সানি (৪৪), পিতা মৃত ফারুক খান, সাং- কুলিবাগান ৭৪। সাদ্দাম হোসেন (৪১), পিতা হান্নান বেপারী, সাং- বকুলতলা রোড, ৭৫। ফয়সাল গাজী (৩৫), পিতা নুরুল ইসলাম গাজী, সাং- শ্রীরামপুর, ৭৬। ফয়সাল পাটওয়ারী (৩৫), পিতা মিন্টু পাটওয়ারী, সাং- শ্রীরামপুর, ৭৭। কালাম (৪৩), পিতা অজ্ঞাত, সাং- ১০নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৭৮। সোহাগ খান (৪৭), পিতা হারুন খান, সাং- মাদ্রাসা রোড, চাঁদপুর পৌরসভা ৭৯। আলমগীর শেখ (৫০), পিতা অজ্ঞাত, সাং- বান্দরবন টিম্বার, ট্রাক রোড, ৮০। আল-আমিন (পচা) (৩২), পিতা আইয়ুব আলী আখন, সাং- বকুলতলা রোড,

৮১। টেলু খান (৫৫), পিতা মৃত আঃ হাই খান, সাং- লক্ষ্মীপুর ৮২। কাঞ্চন খান (৩৫), পিতা হারুন খান, সাং- শ্রীরামপুর ৮৩। হারুন খান (৪৫), পিতা ইউনুছ খান, সাং- কমলাপুর, ৮৪। ফারহান জিকু (৩৫), পিতা মৃত খালেছুর রহমান জাকির, সাং- বকুলতলা, ৮৫। সোহাগ মজুমদার (৩৮), পিতা অজ্ঞাত, সাং- নিশিবিল্ডিং ৮৬। মিজান খান (৪২), পিতা জাফর খান, সাং- কমলাপুর ৮৭। কবির পাটওয়ারী (৩৩), পিতা অজ্ঞাত, সাং- দক্ষিণ গুনরাজদী ৮৮। হোসেন ছৈয়াল (৩৫), পিতা রুহুল আমিন ছৈয়াল, সাং- মধ্য ইচলী

৮৯। মিশু (২৯), পিতা এরশাদ, সাং- কুলিবাগান ৯০। রাব্বি (৩১), পিতা আমিন, সাং- আদালতপাড়া ৯১। মিঠু মোল্লা (৩৯), পিতা মৃত আলম মোল্লা, সাং- ইব্রাহিমপুর, ৯২। শামীম (২৯), পিতা অজ্ঞাত, সাং- সেনেরদীঘিরপাড়, ৯৩। ইমরান হোসেন ইমু (২৮), পিতা রুহুল আমিন বেপারী, ৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৯৪। হৃদয় (২৭), পিতা রুহুল আমিন বেপারী, ৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ৯৫। মিজান বরকন্দাজ (৫২), পিতা মমিন ছৈয়াল, সাং- মধ্য শ্রীরামদী ৯৬। আরিফ (৩০), পিতা অজ্ঞাত, সাং- পূর্ব শ্রীরামদী, ৪নং ওয়ার্ড

৯৭। পাবেল সরদার (মেম্বার) (৩০), পিতা অজ্ঞাত, ৭নং তরপুরচন্ডী ইউয়িন ৯৮। নোমান গাজী (৩৩), পিতা লতিফ কাউন্সিল, সাং- ৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৯৯। ফারুক খান (৩৭), পিতা মৃত ইউনুছ খান, সাং- সরদার খান বাড়ী, মমিন পাড়া ১০০। শাহজাহান খান (৩৫), পিতা নুর খান, সাং- সরদার খান বাড়ী ১০১। তাহের মোল্লা (৩৪), পিতা অজ্ঞাত, ৯নং ওয়ার্ড, প্রফেসর পাড়া, ১০২। সোহাগ (৩৩), পিতা অজ্ঞাত, সাং- বকাউল বাড়ী রোড, তালতলা, ১০৩। এম.আই মমিন খান (৩৫), পিতা অজ্ঞাত, সাং- দক্ষিণ গুনরাজদী ১০৪। নাইমুর রহমান আশিক (৩৭), পিতা অজ্ঞাত, সাং- মধ্য ইচলী ১০৫। ডাঃ জাহাঙ্গীর আলম (৫৫), পিতা ইউনুছ রাজ, সাং- সাপদী, ৬নং ওয়ার্ড, বালিয়া ইউপি, ১০৬। দেলোয়ার খান, পিতা অজ্ঞাত, সাং- বালিয়া ইউনিয়ন ও সভাপতি যুবলীগ, ১০৭। ইউসুফ বন্দুকসী (৩৩), পিতা অজ্ঞাত, সাং- লঞ্চঘাট, ১০৮। রাছেল মিজি (৩৪), পিতা ফারুক মিজি, সাং- কুমুরা, ৭নং ওয়ার্ড, বালিয়া ইউপি ১০৯। রকিব আজাদ (৩৫), পিতা মৃত ফজলুল করিম বাছেদ, সাং- দক্ষিণ আলগী, রামপুর ইউপি

১১০। জাহাঙ্গীর কাজী (৪০), পিতা মৃত ইউসুফ কাজী, সাং- বালিয়া ইউনিয়ন ১১১। সিয়াম পাটওয়ারী (৩৮), পিতা নাজমুল পাটওয়ারী, সাং- গুনরাজদী ১১২। প্রদীপ দাস (৪৮), পিতা প্রান কুমার দাস, মহিলা কলেজ রোড, ১১৩। আরিফ হোসেন (২৮), পিতা অজ্ঞাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর ছাত্রলীগ ১১৪। হৃদয় (২৮), পিতা রাজ্জাক গাজী, অর্থ সম্পাদক, জেলা ছাত্রলীগ ১১৫। সাদ্দাম হোসেন শামীম (৩০), পিতা মানিক ছৈয়াল, ২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ১১৬। মেহেদী হাসান (৩১), দপ্তর সম্পাদক, জেলা ছাত্রলীগ। ১১৭। অপু কুমার বিশ্বাস (৩৫), পিতা অজ্ঞাত, বিটি রোড, ১১৮। শাওন (৩২), পিতা অজ্ঞাত, সহ-সভাপতি, ছাত্রলীগ ১১৯। আল-আমিন (৩৭), পিতা আবু সায়েদ, সহ-সভাপতি, ছাত্রলীগ ১২০। রুবেল (৩১), পিতা অজ্ঞাত, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, চাঁদপুর ১২১। শাহিন (৩৩), পিতা অজ্ঞাত, সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড, ছাত্রলীগ, ১২২। আল-আমিন ঘানা (৩১), পিতা অজ্ঞাত, সাং- বিষ্ণুদী, জি.টি রোড,

১২৩। হাবিব দর্জি, কাউন্সিলর ১২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ১২৪। সাহাদাত ভূঁইয়া (৩৮) পিতা অজ্ঞাত, সাং- রামদাসদী, ১২৫। সোহেল রানা (৩৭), কাউন্সিলর চাঁদপুর পৌরসভা ৬নং ওয়ার্ড ১২৬। নয়ন (৩৫), কাউন্সিলর চাঁদপুর পৌরসভা ১৪নং ওয়ার্ড, ১২৭। মালেক শেখ, কাউন্সিলর ২নং ওয়ার্ড চাঁদপুর পৌরসভা ১২৮। লতিফ (৩৯), কাউন্সিলর ৩নং ওয়ার্ড চাঁদপুর পৌরসভা ১২৯। মামুনুর রহমান দোলন (৪০) কাউন্সিলর ২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ১৩০। সাইফুল ভূঁইয়া (৩৫), কাউন্সিলর ২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা

১৩১। ফারুক মিজি (৩৮), পিতা জাকির মিজি, সভাপতি স্বেচ্ছা সেবকলীগ, শাহমাহমুদপুর ইউনিয়ন ১৩২। এ.বি.এম রেদোয়ান (৪০), পিতা ইছমাইল মিয়া, সাং- রামপুর ইউনিয়ন, সাবেক সভাপতি সদর উপজেলা ছাত্রলীগ ১৩৩। মহসিন খান (৩৮), পিতা সিরাজ খান, সাধারণ সম্পাদক রামপুর ইউনিয়ন যুবলীগ ১৩৪। আলী হোসেন (৪০), পিতা সহিদ মোল্লা, সাং- রামপুর, সাবেক সহ সম্পাদক, রামপুর ইউনিয়ন

১৩৫। রিমন পাঠান (৩৯), পিতা কাদির পাঠান, সাং-ইসলামপুর গাছতলা ১৩৬। শাহজাহান পাঠান (৪২), পিতা কাদির পাঠান সাং- ইসলামপুর গাছতলা ১৩৭। আদর প্রধানীয়া (৪৪), পিতা অজ্ঞাত, সাং- ঘোষপাড়া, ১৩৮। তানভীর ইসলাম পাটওয়ারী (৩৯), পিতা শামিম পাটওয়ারী, সাং- মঠখোলা ১৩৯। রাকিব মাঝি (৪০), পিতা মোহাম্মদ আলী মাঝি, ১নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ১৪০। অমিত সাহা (২৮), পিতা অজ্ঞাত, চাঁদপুর পৌরসভা ১নং ওয়ার্ড, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রলীগ ১৪১। টিটু খান (৩৮), পিতা তাহের সরকার, সাং বহরিয়া, ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন ১৪২। ছলেমান মাঝি (৪৪), পিতা আজিজ মাঝি, সাং- বহরিয়া ১৪৩। রুবেল রাঢ়ী (৪১), পিতা মৃত জলিল রাঢ়ী, সাং- শ্রীরামপুর, ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন ১৪৪। শাহ আলম মাঝি (৪৬), পিতা নুরা মাঝি, সাং- লক্ষ্মীপুর ইউনিয়ন ১৪৫। জহির হাওলাদার (৪১), পিতা মৃত ইছহাক হাওলাদার, সাং- রামদাসদী ১৪৬। সফিক খান (৩৭), পিতা মৃত নূর খান, সাং- বহরিয়া ১৪৭। মনির শেখ (৪২), পিতা ছামেদ শেখ, সাং- রঘুনাথপুর ১৪৮। হেলাল গাজী (৪৮), পিতা ইউনুছ গাজী, সাং- রঘুনাথপুর

১৪৯। কালু মাঝি (৪৫), পিতা হালিম মাঝি ১৫০। মুক্তার বেপারী (৪৩), পিতা হামিদ বেপারী, সাং- শ্রীরামপুর ১৫১। হেলাল মাঝি (৪০), পিতা হালিম মাঝি, সাং- বহরিয়া ১৫২। ফরিদ বেপারী (৩৬), পিতা হানিফ বেপারী, সাং- শ্রীরামপুর ১৫৩। হোসেন বেপারী (৪৪), পিতা হারুন বেপারী, সাং- শ্রীরামপুর ১৫৪। হানিফ গাজী (৪৫), পিতা অজ্ঞাত, সাং- কোটরাবাদ, ১৫৫। জুয়েল মাঝি (৩২), পিতা নুরা মাঝি ১৫৬। ছায়েদ মাষ্টার (৪৮), পিতা ছলেমান আখন, সাং- লক্ষ্মীপুর ১৫৭। খোকন রাঢ়ী (৪৯), পিতা ইদ্রিস রাঢ়ী, সাং- শ্রীরামপুর, ১৫৮। নাছির গাজী (৪২), পিতা সোবহান গাজী, সাং- শ্রীরামপুর ১৫৯। ফারুক মাঝি (৩৮), পিতা হাফেজ মাঝি, সাং রামদাসদী ১৬০। ফারুক ছৈয়াল (৩৫), পিতা আলী ছৈয়াল, সাং- লক্ষ্মীপুর, ১৬১। সাইফুল ছৈয়াল (৩৭), পিতা কাদির ছৈয়াল, সাং- কমলাপুর, ১৬২। সাগর মাঝি (৩৩), পিতা ছলেমান মাঝি, সাং- বহরিয়া ১৬৩। শাহআলম মাঝি (৪০), পিতা মানিক মাঝি, সাং- বহরিয়া,

১৬৪। হাবিব গাজী (৩২), পিতা বাচ্চু গাজী, সাং- রঘুনাথপুর ১৬৫। মনির মোল্লা (৩৫), পিতা বারেক মোল্লা, সাং- রঘুনাথপুর ১৬৬। সাইফুল শেখ (২৯), পিতা সহিদ উল্যা, সাং- বহরিয়া, ১৬৭। ইউনুছ শেখ (৫২), পিতা মৃত আলী শেখ, সাং- কমলাপুর ১৬৮। মহিন মৃধা (৩৫), পিতা অজ্ঞাত, সাং- লক্ষ্মীপুর, ১৬৯। মজিদ পাটওয়ারী (৩৭), পিতা হালিম, সাং- বহরিয়া, ১৭০। সজীব দেওয়ান (২৯), পিতা বাচ্চু দেওয়ান সাং- ওয়ারলেছ বাজার, ১৩নং ওয়ার্ড, ১৭১। নোমান দেওয়ান (২৩), পিতা লোকমান দেওয়ান, সাং- ওয়ারলেছ বাজার, ১৩নং ওয়ার্ড, ১৭২। সাহাদাত ভূঁইয়া (৩৮), পিতা অজ্ঞাত, ১৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা ১৭৩। রসু মেম্বার (৪৫), পিতা অজ্ঞাত, সাং- কমলাপুর ১৭৪। রাসেল (৩৩), পিতা মিজান খান, সাং- কমলাপুর ১৭৫। তামিম খান (৩৪), পিতা অজ্ঞাত, সাং- কোটরাবাদ, ১৭৬। শামীম খান (৩৬), পিতা অজ্ঞাত, সাং- লক্ষ্মীপুর ১৭৭। কাউছার ছৈয়াল (৩৭), পিতা অজ্ঞাত, সাং- রামদাসদী (দোকান ঘর ছৈয়াল বাড়ী) ১৭৮। সেলিম খান (৪৮), পিতা মৃত লতিফ খান, সাং- রামদাসদী ১৭৯। ছলেমান উকিল (৪০), পিতা জালাল উদ্দিন, সাং- কমলাপুর ১৮০। সোহেল শেখ (৪৫), পিতা জালাল আহম্মেদ, সাং- কমলাপুর, ১৮১। হারুন খান (৩৯), পিতা হোছেন খান, সাং- কমলাপুর

১৮২। রাকিব আখন (২৯), পিতা ছালেদ আলী, সাং- লক্ষ্মীপুর, ১৮৩। নাজির খান (জামাই) (৩৭), পিতা লতিফ খান, সাং- লক্ষ্মীপুর ১৮৪। শরীফ রাঢ়ী (৩৪), পিতা জালু রাঢ়ী, সাং- লক্ষ্মীপুর ১৮৫। মাহবুব আখন (৪৮), পিতা মৃত হযরত আলী আখন্দ, ১৫নং ওয়ার্ড, জি.টি রোড, ১৮৬। রাসেল আখন (৩৯), পিতা পিতা মৃত হযরত আলী আখন্দ, সাং- ১৫নং ওয়ার্ড, জি.টি রোড, ১৮৭। রুসদি আখন (২৪), পিতা মাহবুব আখন্দ (আখন্দ বাড়ী), ১৮৮। সজিব আখন্দ (২৫), পিতা সিরাজ আখন্দ (বারেক আখন্দ বাড়ী), ১৮৯। মোঃ আলম মাল (৪৬), পিতা মৃত নুরু মাল, জি.টি রোড (বেপারী বাড়ী) ১৯০। রাজু (৩৮), পিতা অজ্ঞাত, জিটি রোড (ডাক্তার বাড়ী) ১৯১। মিন্টু মোল্লা (৩৮), পিতা মৃত ইদ্রিস মোল্লা (জিটি রোড মোল্লা বাড়ী), ১৯২। মাছুম চৌধুরী (২৪), পিতা হিরন চৌধুরী, সাং- ১৫নং ওয়ার্ড, বি.টি রোড ১৯৩। ইমন মুন্সী (৩৮), পিতা আমিন মুন্সী ১৫নং ওয়ার্ড (খামার বাড়ী),

১৯৪। মোঃ রাসেল খান (৩৫), পিতা রমিজ খান ১৫নং ওয়ার্ড, খান বাড়ী ১৯৫। সবুজ (২৫), পিতা দুলাল, ১৫নং ওয়ার্ড, (ইছমাইল খান বাড়ী), ১৯৬। শ্যামল (২৪), পিতা কবির হোসেন, ১৫নং ওয়ার্ড (কবির চৌধুরীর বাড়ি পাশে), ১৯৭। জালাল উদ্দিন মোল্লা (৪৭), পিতা অজ্ঞাত, সাং- মধ্য তরপুরভী ওয়ালেছ বাজার ১৯৮। ফজলু হাওলাদার (৩৭), পিতা খালেক হাওলাদার, সাং- ২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর, ১৯৯। আঃ ছাত্তার রাঢ়ী (৫৯), পিতা অজ্ঞাত, চেয়ারম্যানহানারচর ইউনিয়ন, চাঁদপুর সদর, সর্ব থানা ও জেলা- চাঁদপুর। ২০০। মোঃ মহিউদ্দিন গাজী (৩৩), পিতা মোঃ লিয়াকত আলী, সাং- পূর্ব কাজিরগাঁও, থানা- হাজীগঞ্জ ২০১। মোঃ শাহিন (৩৪), পিতা গোলাম মোর্শেদ ভাসানী, সাং-বদরপুর, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর

২০২। অপু পাটোয়ারী (৩৪), পিতা সামছুল হক পাটওয়ারী, সাং- কোড়ালিয়া, ২০৩। খোকন মজুমদার (৩৩), পিতা অজ্ঞাত, সাং- লেংটা বাড়ী, ২০৪। মহিব উল্যা পাটওয়ারী (৪৪), পিতা মোঃ আলী মাষ্টার, সাং- কামরাঙ্গা, ২০৫। পলাশ পাটওয়ারী (৩৭), পিতা মৃত আমিন পাটওয়ারী, সাং- ছোট সুন্দর, ২০৬। অন্তু (২৯), পিতা অজ্ঞাত, সাং- কদমতলা, ২০৭। মুন্না সাহা (৩২), পিতা অজ্ঞাত, সাং-প্রতাপসাহা বাড়ী ২০৮। রুবেল খান (২৮), পিতা তাফাজ্জল হোসেন, সাং- আশিকাটি (খান বাড়ী), ২০৯। আলমগীর গাজী (৪৬), পিতা মৃত চান মিয়া গাজী, সাং- বিষ্ণুদী রোড, ব্যাংক কলোনী ২১০। আইয়ুব খান (৪৪), পিতা মৃত আঃ মান্নান খান, সাং- খান বাড়ী চাঁদখার দোকান, আশিকাটি, ২১১। মোঃ ফয়সাল হোসেন (২৫), পিতা মোঃ আঃ মান্নান, সাং- বঙ্গবন্ধু সড়ক, ২১২। রনি মোল্লা (২৯), পিতা অজ্ঞাত, সাং- বিষ্ণুদী বিটি রোড ২১৩। জি.এম শহীদ (৩১), পিতা টোনা আলম হোসেন, সাং- নাজির পাড়া,

২১৪। সজিব বটলা (৩২), পিতা অজ্ঞাত, সাং- বিষ্ণুদী ব্যাংক কলোনী, ২১৫। নাইমুর রহমান আশিক (৩১), পিতা অজ্ঞাত, সাং- মধ্য ইচলী ২১৬। হাবিবুর রহমান সজিব (৩৬), পিতা সিরাজ আখন, সাং- উত্তর জিটি রোড, বিষ্ণুদী ২১৭। রবিন (২৮), পিতা অজ্ঞাত, সাং- বিটি রোড, বিষ্ণুদী ২১৮। মুন্না খান (২৮), পিতা অজ্ঞাত, সাং- বিটি রোড, বিষ্ণুদী ২১৯। রনি মোল্লা (২৫), পিতা অজ্ঞাত, সাং- বিটি রোড, বিষ্ণুদী

২২০। শাওন (২৫), পিতা- অজ্ঞাত, সাং- বিটি রোড, বিষ্ণুদী ২২১। সাগর (২৭), পিতা অজ্ঞাত, সাং- বিটি রোড, বিষ্ণুদী ২২২। জিলন (৩২), পিতা রব ছৈয়াল, সাং- হাজী মহসিন রোড, চাঁদপুর পৌরসভা, ২২৩। সেলিম মিজি (৩৫), পিতা অজ্ঞাত, সাং- জি.টি রোড (দক্ষিণ মিজি বাড়ী) ২২৪। আলমগীর শেখ (৪২), পিতা মৃত লতিফ শেখ, সাং- চাপিলা, ৪নং ওয়ার্ড, সর্ব থানা ও জেলা- চাঁদপুর। আরও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জন।

মামলার বিবরণ থেকে জানা যায়, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর ও সাবেক এমপি ড. সেলিম মাহমুদ এর প্রত্যক্ষ নির্দেশে গত ৪আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চাঁদপুর বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় এ মামলা করা হয়।

সম্পর্কিত খবর