গতকাল ২০আগষ্ট আপপনার বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রথম পৃষ্ঠায় “চাঁদপুর জেলা পরিষদের সেই বির্তকিত বহুল আলোচিত সহকারি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আওয়ামীলীগপন্থী মো: ইকবাল হোসেনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ একযুগের বেশি সময় ধরে একেই স্টেশনে: খুঁটির জোর কোথায়” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা পরিষদের সহকারি প্রকৌশলী (চলতি দায়িত্বে) মো: ইকবাল হোসেন।
সহকারি প্রকৌশলী (চলতি দায়িত্বে ) মো: ইকবাল হোসেন লিখিত প্রতিবাদে জানান, গত ২০/০৮/২০২৪ তারিখে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রকাশিত সংবাদ প্রসংগ উল্লেখ করে বলেন আমি আওয়ামীলীগ সমর্থিত নই , প্রকৃতপক্ষে আমি সরকারি চাকুরী করি, আমি কোন দল সমর্থন করি না। যে সরকার আসবে তাঁদের নির্দেশনা অনুযায়ী কাজ করি। এছাড়া উল্লেখ করা হয়েছে আমি সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব )। কিন্তু আমি এলজিইডি এবং স্থানীয় সরকার বিভাগ হতে নিয়োগকৃত সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব)। আমি কোন দূর্ণীতি অনিয়মের সাথে জড়িত নই । এখানে আমি আর্থিক কোন স্বাক্ষরিত কর্মকর্তা নই। এছাড়া আমার উপরে নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান আছেন। তাই আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ।
নিবেদক,
মো: ইকবাল হোসেন
সহকারি প্রকৌশলী (চলতি দায়িত্ব)
জেলা পরিষদ, চাঁদপুর।
(বিজ্বাপন )
তাং ২০.৮.২০২৪খ্রি: