চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬০জেলা পরিষদের চেয়ারম্যান অপসারণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীসহ ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে অপসারণ করা জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।
এদিকে, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকেও অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ গত শনিবার জারি করে অন্তর্বর্তী সরকার।

গত ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়।

সম্পর্কিত খবর