চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ইব্রাহিম খান : চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে ।

১৯ আগস্ট সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্র লেখা মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।এসময় তিনি বলেন, একটু ধৈর্য ধরেন বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে না। আপনারা কোন বিশৃঙ্খলতা করবেন না। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মন্দির, ব্যবসা বানিজ্যে হামলা করছে আর নাম দিচ্ছে বিএনপির। আমরা বলতে চাই এ দল শহীদ জিয়াউর রহমানের দল আমরা কোন অন্যায় অবিচার সাথে নেই।আওয়ামী পেতাত্তারা সাবধান হয়ে যান। কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না।সকল ষড়যন্ত্রের দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।আর দলীয় নেতৃবৃন্দকে বলবো। আপনারা নিজের হাতে আইন তুলে নিবেন না।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, সামছুল আলম সূর্য, সামছুল আরেফিন।

এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়।

সম্পর্কিত খবর