হাইমচরে উপজেলা চেয়ারম্যান নুর হোসেনসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

মোঃ ইসমাইল, হাইমচর অফিসঃ চাঁদপুরের হাইমচর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নাম এজাহারভুক্ত ও অজ্ঞাত ১০০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আহছান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাইমচর সরকারি কলেজের শিক্ষার্থী আহছান হাবিব, মারিয়া আক্তার, সম্রাট হোসেন, রনি, মিরাজ, নাঈম হোসেন, খালেদা আক্তার এর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর আলগী বাজারের বিসমিল্লাহ মোড়ে আসলে উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের পেটুয়া বাহিনী শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর হাতে থাকা ধারালো ছেনি দিয়ে শিক্ষার্থী আহছান হাবিব কে হত্যার উদ্দেশ্যে কোপ মারিলে বাম হাতে কোপ পরিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়। কাটা জায়গায় দুটি সেলাই দিতে হয়। মামলার অপর আসামি খুরশিদ আলম শিকদার তার হাতে থাকা রামদা দিয়ে শিক্ষার্থী সম্রাট হোসেন কে হত্যার উদ্দেশ্যে কোপ মারিলে শিক্ষার্থী মারিয়ার মাথায় পরিয়া রক্তাক্ত জখম হয়।

অন্যান আসামীদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এছাড়াও আসামীগন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করেন। শিক্ষার্থীরা আহত হওয়ার পরে আসামীগন তাদের কে মামলা মোকদ্দামা করিলে শিক্ষার্থীদেরকে হত্যা করিয়া লাশ গুম করিবার হুমকি দেন।

মামলার বিষয়ে হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, গত ৪ আগস্ট এর ঘটনায় শিক্ষার্থী আহছান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত অবস্থায় রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত খবর