চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন থানায় কর্মরত এসআই, এএসআই পদমর্যাদার কর্মকর্তাদের চাঁদপুরের বিভিন্ন থানা ও ইউনিটে বদলী করা হয়েছে।
১৬আগস্ট (শুক্রবার) নং-৩২৮১/১(২৫)/(আরও) স্মারকে চাঁদপুর পুলিশ মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) স্বাক্ষরিত আদেশে এসআই, এএসআই পদমর্যাদার কর্মকর্তাদের বদলী করা হয়।
আদেশে চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুদ জামানকে কচুয়া থানায়, এসআই (নি:) মো: আব্দুল কুদ্দুস কে মতলব দক্ষিন থানায়, এসআই (নি:) মোস্তফা মাহমুদ পিয়াল কে সদর কোর্ট চাঁদপুর, এসআই (নি:) মো: ইসমাঈল কে শাহরাস্তি থানা, এসআই (নি:) অ প ম শাহজাহান কে কচুয়া থানা, হাইমচর থানার এসআই (নি:) মো: আবুল কালাম আজাদ কে মতলব উত্তর থানা,
ফরিদগঞ্জ থানার এসআই মিজানুল হক কে মতলব উত্তর থানা, ফরিদগঞ্জ থানার এসআই (নি:) মাহবুল ইসলাম কে মতলব দক্ষিন থানা, ফরিদগঞ্জ থানার এসআই মোঃ রুবেল ফরাজী কে জেলা গোয়েন্দা শাখা, ফরিদগঞ্জ থানার এসআই (নি:) মোহা: মাহফুজুর রহমান কে শাহরাস্তি থানা, এসআই (নি:) মো: এরামুল হক কে সদর মডেল থানা, এআই (নি:) আনোয়ার হোসেনকে কচুয়া থানা,
মতলব উত্তর থানার এসআই (নি:) সুজিত চন্দ্র দে কে হাজীগঞ্জ থানা, মতলব উত্তর থানার এসআই (নি:) মোহাম্মদ আল আমিন ভূইয়া কে শাহরাস্তি থানা, মতলব উত্তর থানার এসআই মো: জাহিদুল হক কে সদর মডেল থানা, মতলব উত্তর থানার এসআই মো: আলমগীর হোসেন কে হাজীগঞ্জ থানা, মতলব দক্ষিন থানার এসআই (নি:) ফিরোজ আহাম্মদ মোল্লা কে হাজীগঞ্জ থানা, মতলব দক্ষিন থানার এসআই (নি:) দেলোয়ার হোসেন কে ফরিদগঞ্জ থানা, মতলব দক্ষিন থানার এসআই (নি:) মো: আব্দুল আউয়াল কে ফরিদগঞ্জ থানা,
মতলব দক্ষিন থানার এসআই (নি:) মো: আতিকুল ইসলাম কে হাজীগঞ্জ থানা, শাহরাস্তি থানার এসআই (নি:) মোহাম্মদ রোকন উদ্দিন কে ফরিদগঞ্জ থানা, শাহরাস্তি থানার এসআই (নি:) মো: জাকির হোসেন ভূইয়া কে ফরিদগঞ্জ থানা,
শাহরাস্তি থানার এসআই (নি:) মহসিন ভূইয়া কে সদর মডেল থানা, শাহরাস্তি থানার এসআই (নি:) মো: জুলফিকার আলী কে সদর মডেল থানা, কচুয়া থানার এসআই (নি:) মো: মিজানুর রহমান কে সদর মডেল থানা, কচুয়া থানার এসআই (নি:) মো: সমছুল আলম কে ফরিদগঞ্জ থানা,
হাজীগঞ্জ থানার এসআই (নি:) মোঃ নুরুল আলম কে সদর মডেল থানা, হাজীগঞ্জ থানার এসআই (নি:) মোঃ জাফর আহমেদকে মতলব উত্তর থানা, হাজিগঞ্জ থানার এসআই (নি:) আব্দুর রহমানকে মতলব দক্ষিণ থানা, হাজিগঞ্জ থানার এসআই (নি:) মোহাম্মদ খুরশিদ আলম কে মতলব উত্তর থানা, হাজিগঞ্জ থানার এসআই গোপীনাথ অধিকারী কে হাইমচর থানা, হাজীগঞ্জ থানার এসআই (নি:) আবু নছর নিপুকে চাঁদপুর সদর কোর্ট, হাজীগঞ্জ থানার এসআই (নি:) মোসাম্মৎ শামীমা আক্তার কে জেলা গোয়েন্দা শাখা,
সদর থানার এএসআই (নি:) মোঃ মফিজুল ইসলামকে কচুয়া থানা, সদর থানার এএসআই (নি:) মোঃ শহীদুল্লাহ কে শাহারাস্তি থানা, সদর থানার এ এসআই (নি:) মেহেরাজ মাহমুদকে শাহরাস্তি থানা, সদর থানার এএসআই (নি:) মোঃ আব্দুর রাজ্জাককে মতলব উত্তর থানা, চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এএসআই (নি:) রবিউল হাসানকে হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানার এএসআই (নি:) মোঃ সাদ্দাম হোসেন কে শাহারাস্তি থানায় ফরিদগঞ্জ থানার এএসআই (নি:) আমজাদ হোসেনকে মতলব দক্ষিণ থানায,
মতলব উত্তর থানার এএসআই (নিরস্ত্র) শাহাদাত হোসেন পাটোয়ারীকে সদর মডেল থানা, মতলব উত্তর থানার এএসআই (নি:) মোহাম্মদ উজ্জ্বল আহম্মেদ বে হাজীগঞ্জ থানা, মতলব উত্তর থানার এএসআই (নি:)ওয়াসীম মিয়া কে শাহরাস্তি থানা, মতলব দক্ষিন থানার এএসআই (নি:) তরুন কান্তি চাকমা কে সদর মডেল থানা, মতলব দক্ষিণ থানার এএসআই (নি:) মোঃ ছগীর হোসেন কে ফরিদগঞ্জ থানা, মতলব দক্ষিণ থানার এএসআই (নি:) বেলাল হোসেনকে হাজীগঞ্জ থানা, মতলব দক্ষিণ থানার এএসআই (নি:) মোঃ আব্দুল হান্নানকে সদর মডেল থানা, শাহারাস্তি থানার এএসআই (নি:) হেলাল উদ্দিনকে ফরিদগঞ্জ থানা,
শাহারাস্তি থানার এএসআই (নি:) আমির হোসাইনকে মতলব উত্তর থানা, শাহারাস্তি থানার এএসআই (নি:) হারুনুর রশিদকে মতলব দক্ষিণ থানা, শাহারাস্তি থানার এএসআই (নি:) আতাউর রহমানকে সদর মডেল থানা, শাহারাস্তি থানার নারী এএসআই (নি:) তানিয়া আক্তার কে হাজীগঞ্জ থানা, কচুয়া থানার এএসআই (নি:) জিয়াউল হক মিলনকে নতুন চাঁদপুর বাজার পুলিশ ফাঁড়িতে, হাজীগঞ্জ থানার এএসআই (নি:) মোঃ মনির হোসেন কে হাইমচর থানায়, হাজীগঞ্জ থানার এএসআই (নি:) সুকান্ত মজুমদারকে মতলব দক্ষিন থানা, হাজীগঞ্জ থানার এএসআই (নি:) আসমা বেগম কে শাহরাস্তি থানায় বদলী করা হয়।
এতে বলা হয়, বদলিকৃত এসআই (নিরস্ত্র)/এএসআই (নিরস্ত্র)’দের কে বদলিকৃত কর্মস্থলে যোগাদানের নিমিত্তে অতিসত্ত্বর ছাড়পত্র প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।