স্টাফ রিপোর্টার : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ / পদচ্যুত করা না হলে চাঁবিপ্রবি ছাত্রসমাজ চাঁদপুরের সকল ছাত্রদেরকে নিয়ে গণআন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারী দিয়েছেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী উপাচার্যের পদত্যাগের দাবিতে সপ্তাহব্যাপী চলমান আন্দোলনের প্রেক্ষিতে শনিবার থেকে চাঁদপুর কুমিল্লা হাইওয়ে ব্লক কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষাথীরা বলেন, বরিবার ডিসি অফিস ও এসপি অফিস থেকে প্রতিনিধি দল তাদের সাথে কথা বলেছে। তারা তিন দিন সময় চেয়েছে। আমরা ২ দিন অর্থাৎ ৪৮ ঘণ্টা সময় দিয়েছি। এই দুিই দিনের মধ্যে ওনাকে পদচ্যুত করা না হলে চাঁবিপ্রবি ছাত্রসমাজ এবং চাঁদপুরের স্থানীয় মানুষ এবং চাঁদপুর এর অন্যান্য স্কুল-কলেজ এর শিক্ষার্থীদের সাথে নিয়ে গণ-আন্দোলনের ডাক দেয়া হবে।
এই দুইদিনের সকল প্রশাসনিক অগ্রগতি চাঁবিপ্রবি শিক্ষার্থীদের একটি পর্যবেক্ষণ করা হবে।
তাদের দেয়া দাবীগুলোর মধ্যে চাঁবিপ্রবি শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাবস্থা চাঁদপুরের প্রশাসনকে করতে হবে। কোনো শিক্ষার্থীকে মোবাইলে বা সরাসরি হুমকি দেয়া যাবে না। এছাড়া উপাচার্য ও রেজিস্ট্রারের অপসারণের পর তাদের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের গত চার অর্থবছরের সকল প্রকার আর্থিক লেনদেনের তদন্ত করতে হবে।
এদিকে উপাচার্যের প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত দুইদিন আগে শিক্ষকদের মোবাইলে মেসেজ দিয়ে আমাদের আন্দোলনকে নাটক বলেছেন এবং বাংলাদেশের আমেরিকান দূতাবাস বন্ধ থাকাকে ওনার জন্য অশনী সংকেত বলেছেন। ওনিকি পদত্যাগের পর আমেরিকা চলে যাবেন?