স্টাফ রিপোর্টার : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।চাঁদপুর জেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে গতকাল ১৮ আগস্ট রোববার সন্ধ্যায় চাঁদপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে তা অনুষ্ঠিত হয়। জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কার্তিক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
বক্তারা বলেন, আমরা এবছর জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতো পালন করবো। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাস করি। আমরা যদি সবাই একত্রিত থাকি তাহলে কোনো অপশক্তি আমাদের ধর্মীয় উৎসবে বা উপাসনালয়ে কিছু করতে পারবে না। আজকে অনুষ্ঠিত জম্মাষ্টমী উদযাপনের প্রস্তুতি সভার সিদ্ধান্ত প্রতিটি উপজেলায় পৌঁছে যাবে। প্রতিটি উপজেলা জম্মাষ্টমী কমিটি বৈষম্যে বিরোধী আন্দোলনের সম্বন্নয়কদের নিয়ে কাজ করবে। আমরা আগামী ২৬ আগস্ট বিকালে চাঁদপুরে জন্মাষ্টমীর শোভাযাত্রা করবো । জন্মাষ্টমী উৎসবই শুধু রাস্ট্রীয় ভাবে পালন করা হয়ে থাকে। আমরা বিশ্বাস করি ভগবান শ্রীকৃষ্ণ যুগেযুগে আবিভোত হয়েছিলেন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য। আমাদের মাঝে ও কিছু দুষ্ট চক্রের মানুষ রয়েছে, আমরা তাদের থেকে দূরে থাকতে হবে।
অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,সিনিয়র সহ সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা জন্মাষ্টমী কমিটির সভাপতি দেবাশিষ সরকার, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাস, গোপাল জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সদস্য চির রঞ্জন রায়,পুরান বাজার ঘোষপাড়া জম্মাষ্টমী কমিটির সাধারণ সম্পাদক মানিক সূত্রধর, সারদাঞ্জলী ফোরামের সভাপতি রিপন সাহা, সনাতনি ছাত্র সমাজের পক্ষে রবিন্দ্র চক্রবর্তী রবিন,অন্তর দাস, অভি লোধ,পুলক রায় দাসপাড়া শিব মন্দির জন্মাষ্টমী কমিটির সভাপতি শাওন দাস, পুরান বাজার পালপাড়া জম্মাষ্টমী কমিটির সাধারন সম্পাদক সমির দাস, রেলওয়ের হরিজন কলোনীর পক্ষে জনি দাস, যুব ঐক্য পরিষদের অমরেশ দত্ত জয়।