মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ এর সাথে থানা ও পৌর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গত ১৬ আগস্ট,২৪ শুক্রবার ইসলামী আন্দোলন যুব বাংলাদেশ মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি’র) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা সাধারণ সম্পাদক মুহা মাইন উদ্দিন ও পৌর সভাপতি মোঃ আলমগীর বেপারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

জনগনের স্বাভাবিক জীবযাত্রা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে থানার কার্যক্রম পুনরায় চালু করায় নেতৃবৃন্দ সহোযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পুলিশ জনগণের বন্ধু এ বিষয়টি পুনরায় কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে জনগণের বিরুদ্ধে যেন তারা কোন বেআইনি পদক্ষেপ না নেন সে বিষয়ে তাদেরকে সতর্ক করেন ও দায়িত্বশীল আচরণ কামনা করেন। সরকার পতনের পর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা থানা পাহাড়া দেওয়ার কাজে নিয়োজিত থাকার কারণে থানা ইনচার্জ নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন শাহজালাল,মোঃ খোরশেদ আলম, মোঃ নাসির, মোঃ কবির ইব্রাহিম প্রমুখ।

সম্পর্কিত খবর