চাঁদপুর খবর রির্পোট : পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে পরিচিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. মো. নাসিম আখতারের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১২টায় থেকে শিক্ষার্থীরা চাঁবিপ্রবির ক্যাম্পাস সম্মুখে সড়ক অবরোধ করে। পতিত স্বৈরাচারের দোসর হিসাবে তারা উপচার্যের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকে।
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক অবরোধ করায় সকল রুটে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
গত ১০ আগস্ট এক বিবৃতিতে উপাচার্যের পদত্যাগ দাবি করে সাধারণ শিক্ষার্থীরা। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিম আখতার শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ–সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন। সারাক্ষণ পতিত ফ্যাসিবাদী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চাটুকারিতায় ব্যস্ত থাকতেন। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন ছিলেন ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন উপাচার্য ড. মো. নাসিম আখতার।
শিক্ষার্থী জানান, তিনি ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। শিক্ষার্থীদের বারবার মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক উন্নয়ন কার্যক্রম পিছিয়ে দিয়েছেন।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় উপজেলা ছাত্রলীগের সশস্ত্র নেতৃবৃন্দকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতেও বাধা দিয়েছেন ভিসি। তাই শিক্ষার্থীরা এই উপাচার্যের পদত্যাগ দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, ছাত্র আন্দোলনের কঠিন পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ড. মো. নাসিম আখতার বিশ্ববিদ্যালয়ে ছিলেন না। তিনি নিরাপদ অবস্থানে চলে যান।