চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ১নং ও তার বড় ভাই চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু কে ২নং আসামী করে ৫১০ জনের নাম উল্লেখ করে ১৫ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত এজহারে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লূর রহমান জুয়েলের নাম উল্লেখ করা হয়নি ।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার সংবাদে সঠিক সময়ে তথ্যপ্রাপ্তির অভাবে উক্ত মামলার বরাত দিয়ে সংবাদের উক্ত দুজন জেলা পযায়ের নেতার ছবিসহ সংবাদ প্রকাশিত হয় ।
পত্রিকার পক্ষ থেকে এ ব্যাপারে বাদী এবং মডেল থানার সাথে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।
এ ব্যাপারে গতকাল ১৬ আগষ্ট রাত ৯টায় চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মীর রাজ্জাক দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ১৫ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত এজহারে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লূর রহমান জুয়েলের নাম উল্লেখ করা হয়নি ।
মামলাটি ১৫ আগষ্ট মডেল থানায় এজহারভুক্ত করা হয়েছে । মামলা নং ১১ তাং ১৫.৮.২০২৪ইং । মামলাটি তদন্ত পযায়ে রয়েছে ।