চাঁদপুর খবর রির্পোট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই এবং ৪ আগষ্ট চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ১নং ও তার বড় ভাই চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু কে ২নং আসামী করে ৫১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০০থেকে ১২০০ জনকে আসামি করে অবশেষে মামলাটি এজহারভুক্ত করা হয়েছে । এজহার নং ১১ তাং ১৫ .৮.২০২৪ ইং ।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম ও ওসি তদন্ত মীর রাজ্জাক দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
গত ১৫আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।
মামলার অন্য আসামীরা হলেন ৩নং আসামী করা হয় মো: জহির, পিতা- অজ্ঞাত, সভাপতি, জেলা ছাত্রলীগ, ৪। হুমায়ুন কবির সুমন (৪৪), পিতা- অজ্ঞাত, উপজেলা চেয়ারম্যান, চাঁদপুর সদর, চাঁদপুর, ৫। কবির চৌধুরী (৪০), পিতা- মোজাম্মেল হক, উভয় সাং-বিটি রোড, চাঁদপুর সদর, চাঁদপুর, ৬। ইউসুফ গাজী মুন্না (৩০), পিতা-সফিউল্লা গাজী, (১২ নং ওয়াড, গাজী বাড়ী) আহ্বায়ক পৌর ছাত্রলীগ,
৭। ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, পিতা- সিরাজ পাটওয়ারী, সাং দঃ গুনরাজদী, ৮। হেলাল হোসেন (৪৮), পিতা- মৃত বশরত আলী মুন্সী, সভাপতি, স্বেচ্ছা সেবকলীগ, চাঁদপুর জেলা শাখা, সাং কোড়ালিয়া, থানা ও জেলা- চাঁদপুর, ৯। সাদ্দাম হোসেন, পিতা- তাফাজ্জল হোসেন খান, সাং আশিকাটি সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, ১০। মোতালেব, সাবেক সভাপতি ছাত্রলীগ, ১১। তৃপ্তি, সাবেক ছাত্রলীগ, সাধারণ সম্পাদক,
১২। মোঃ শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী (৪৫), পিতা- মোঃ সফিউল্যাহ পাটওয়ারী, চেয়ারম্যান, ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, ১৩। মোঃ শামীম (৪৮), চেয়ারম্যান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, ১৪। বিল্লাল হোসেন, পিতা- মৃত অলি আহম্মেদ পাটওয়ারী, চেয়ারম্যান, আশিকাটি ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, ১৫। জাহিদুল ইসলাম রোমান (৪৬), পিতা মৃত সিরাজুল ইসলাম, সাং আদালত পাড়া, চাঁদপুর সদর, ১৬। মোঃ শাখাওয়াত খান (৫০), পিতা- মৃত হাবিবুর রহমান খান, সাং রামদাসদী, সাখুয়া ইউনিয়ন চাঁদপুর, ১৭। আইউব আলী বেপারী, পিতা- অজ্ঞাত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, চাঁদপুর সদর,
১৮। আল মামুন পাটওয়ারী (৪৩), পিতা- তোফাজ্জল হোসেন পাটওয়ারী, চেয়ারম্যান, রামপুর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, ১৯। ফেরদৌস মোর্শেদ জুয়েল, পিতা- মৃত মুকবুল হোসেন, সাং জোড় পুকুরপাড়, ২০। মোঃ নূরুল ইসলাম পাটওয়ারী, পিতা-অজ্ঞাত, চেয়ারম্যান, মৈশাদী ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, ২১। ইমাম হাসান রাসেল গাজী (৪২), পিতা- খলিলুর রহমান গাজী, চেয়ারম্যান, তরপুচন্ডী ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, ২২। বেলায়েত হোসেন গাজী (বিল্লাল গাজী), পিতা- মৃত আব্দুর রব গাজী, চেয়ারম্যান, বাগাদী ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর,
২৩। রফিক উল্যা পাটওয়ারী, পিতা- মৃত খলিল পাটওয়ারী, চেয়ারম্যান, বালিয়া ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, ২৪। কাশেম খাঁ, পিতা- ইয়াছিন খা, চেয়ারম্যান, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, ২৫। খান জাহান আলী কালু পাটওয়ারী, পিতা- মৃত আলাউদ্দিন পাটওয়ারী, চেয়ারম্যান, চান্দ্রা ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, ২৬। হযরত আলী বেপারী (৫৫), পিতা- কুদ্দুস আলী বেপারী, চেয়ারম্যান, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, ২৭। ফরিদা ইলিয়াছ, প্যানেল চেয়ারম্যান, চাঁদপুর পৌরসভা, ২৮। আমিনুল ইসলাম বাবুল, পিতা- মৃত বশরত আলী মুন্সী, সভাপতি, চাঁদপুর পৌর আওয়ামীলীগ, চাঁদপুর সদর, ২৯। মাসুদুর রহমান নান্টু, পিতা- মৃত মোখলেছ পাটওয়ারী, চেয়ারম্যান, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর।
এতে আরও আসামী করা হয় ৩০। সাইফ খান (২৬), পিতা- অজ্ঞাত, সাং প্রফেসার পাড়া, ৩১। ছিডু মিজি (৪০), পিতা- মৃত- বাচ্চু মিজি, সাং স্ট্যান্ড রোড, ০৬নং ওয়ার্ড, সাধারণ সম্পাদক আওয়ামীলীগ। ৩২। আতাউর রহমান পারভেজ (৩৮), পিতা মৃত মোশররফ ভূইয়া, সাং গুয়াখোলা রোড,
৩৩। বাবুল বেপারী, পিতা- মৃত মজিদ কোম্পানি, সাং কোড়ালিয়া, ৩৪। সিয়াম মিজি (৩৫), পিতা- বাবুল মিজি, সাংগঠনিক সম্পাদক চাঁদপুর কলেজ ছাত্রলীগ ৩৫। সাগর হোসেন, পিতা- শামীম শেখ, সাং কোড়ালিয়া, ৩৬। মোঃ কামরুল জমাদার, পিতা- শামছুল জমাদার, যুবলীগ সভাপতি, ৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৩৭। মোঃ শাহীন মাঝি, পিতা- রফিক মাঝি, যুবলীগ সাধারন সম্পাদক, ৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৩৮। ইসমাইল, যুবলীগ সভাপতি, ৮নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৩৯। আলমগীর গাজী, কাউন্সিলর,
১৩নং ওয়ার্ড, পিতা-মৃত কলিমউল্যা গাজী, সাং-ওয়্যারলেছ গেইট, ৪০। শফিকুল ইসলাম, পিতা- অজ্ঞাত, সাং ওয়ার্ড কাউন্সিলর ০৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৪১। সোহেল মিজি, যুবলীগ সভাপতি, ১২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৪২। মোঃ আমান, সাধারন সম্পাদক সভাপতি, ১২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৪৩। মহসিন, সাধারন সম্পাদক সভাপতি, ১৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৪৪। মোস্তফা শেখ, পিতা- মোঃ ছাদেক আলী, শেখ, যুবলীগ সভাপতি, ১৪নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৪৫। মোঃ আমিন খান, পিতা- অনিল খান, যুবলীগ সাধারন সম্পাদক, ১৪নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৪৬। মোঃ রমজান আলী মৃধা, পিতা- হজল মৃধা, যুবলীগ সভাপতি, ১৫নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৪৭। মোঃ মাসুদ পাটওয়ারী, পিতা- মৃত অলি পাটওয়ারী, যুবলীগ সাধারন সম্পাদক, ১৫নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৪৮। মোঃ মোবারক, পিতা- গেদা বেপারী, যুবলীগ সভাপতি, ১নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা,
৪৯। মোঃ মাসুদ, পিতা- রুহুল আমিন, যুবলীগ সাধারন সম্পাদক, ১নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৫০। সোহেল বেপারী (৩০), পিতা- বাবুল বেপারী, সাং কোড়ালিয়া রোড), ৫১। নজরুল হাওলাদার, যুবলীগ সভাপতি, ২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, ৫২। সাগর পাটওয়ারী (৩৫) পিতা- অজ্ঞাত, সাং দঃ গুনরাজনী, ৫৩। সাজ্জাত পাটওয়ারী, পিতা- অজ্ঞাত, সাং দঃ গুনরাজদী, ৫৪। মিলন (৪৫), পিতা মৃত- মৌলভী আলী, গুয়াখোলা রোড, ৫৫। আল-আমিন (৩০) পিতা- আবু সাইদ, গুয়াখোলা রোড, ৫৬। অনিক (৩০) পিতা- আমিন, আদালত পাড়া, ৫৭। সম্রাট হোসেন, পিতা- কালা মনির, সাং কোড়ালিয়া, ৫৮। ফরহাদ (৩৪) পিতা মৃত মোশররফ জুইয়া, সাং গুয়াখোলা রোড,
৫৯। জনি (৩৪), পিতা মৃত ফারুক খান, সাং কুলিবাগান, ৬০। সানি (২৮) পিতা মৃত ফারুক খান, সাং কুলিবাগান, ৬১। আল আমিন পাটওয়ারী, পিতা- অজ্ঞাত, সাং দঃ গুনরাজদী, ৬২। আনোয়ার হোসেন, পিতা- মৃত বশরত আলী মুন্সী, সাং কোড়ালিয়া রোড, ৬৩। লিটন (৩২), পিতা- শরীফ বেপারী, সাং উকিলপাড়া, ৬৪। সাদ্দাম হোসেন (৩২), পিতা- হান্নান বেপারী, সাং বকুলতলা, ৬৫। শরীফ হোসেন (৩৪), পিতা- হান্নান বেপারী, সাং বকুলতলা, ৬৬। নিজুম (৩২), পিতা- হাসান টিটি, সাং বকুলতলা, ৬৭। বাবু (৩২) পিতা- আইয়ুব আলী আখন, সাং বকুলতলা, ৬৮। কালাম (৪৫), পিতা- অজ্ঞাত, সাং ১০নং ওয়ার্ড (যুবলীগ), ৬৯। সোহাগ খান (৩৫), পিতা- হারুন খান, সাং মাদ্রাসা রোড, ৭০। সৈয়দ জুইয়া (), পিতা- অজ্ঞাত, সাং পালপাড়া, ৭১। আলমগীর শেখ (৫০), পিতা- অজ্ঞাত, সাং বান্দরবন টিম্বার (ট্রাক রোড), ৭২। আল আমিন (পচা) ৩২, পিতা, আইয়ুব আলী আখন্দ, সাং বকুলতলা, ৭৩। রাসেল (বগা)
৩২, পিতা- হান্নান হাওলাদার, সাং গুয়াখোলা। ৭৪। আল আমিন (৩২), পিতা- সহিদ বেপারী, বকুলতলা, ৭৫। শরীফ সরকার (৩৫), পিতা- দেলু সরকার, সাং বকুল তলা, ৭৬। সাকিব (২৬), পিতা- আলাউদ্দিন বেপারী, সাং গুয়াখোলা, ৭৭। ফাহিম (২৫), পিতা- মৃত মিজান বেপারী, সাং গুয়াখোলা, ৭৮। সোলাইমান রনি (৩৬), পিতা- অজ্ঞাত, সাং গুয়াখোলা, ৭৯। ফারহান জিকু (৩৫), পিতা- খালেছুর রহমান জাকির, সাং বকুলতলা, ৮০। সোহাগ মজুমদার (৪২), পিতা- অজ্ঞাত, সাং নিশি বিল্ডিং, ৮১। মিরাজ (২৬), পিতা- ফারুক, সাং গুয়াখোলা, ৮২। রাতুল (২৬), পিতা- আব্বাস, সাং কোড়ালিয়া, ৮৩। আবুল হাসনাত লিটন (৫০), পিতা- মৃত হোসেন মিয়া, সাং গুয়াখোলা, ৮৪। বাদশা প্রধানিয়া (৫০), পিতা- মৃত গনি প্রধানিয়া, সাং গুয়াখোলা, ৮৫। আলাউদ্দিন (৪৮), পিতা- জালাল উদ্দিন বেপারী, সাং গুয়াখোলা, ৮৬। ইব্রাহীম মাল (২৬), পিতা- সৈয়দ মাল, সাং গুয়াখোলা, ৮৭। কাইয়ুম (৩৫), পিতা- অজ্ঞাত, সাং ০৬ নং ওয়াডং (মেথা রোড), ৮৮। রাজু পাটওয়ারী (৩০), পিতা- আমিন পাটওয়ারী, সাং দঃ গুনরাজদী, ৮৯। কবির পাটওয়ারী (৩০), পিতা- অজ্ঞাত, সাং দঃ গুনরাজদী,
৯০। হোসেন ছৈয়াল, পিতা- রুহুল আমিন ছৈয়াল, সাং মধ্য ইছুলি ৯১। মিশু (৩৫), পিতা-এরশাদ, সাং-কুলিবাগান ৯২। রাব্বি (২৬), পিতা- আমিন, সাং আদালত পাড়া ৯৩। রাসেল মোল্লা (৩৮), পিতা-রাজ্জাক মোল্লা, সাং-কোড়ালিয়া ৯৪। অন্তর বেপারী (৩১), পিতা-হযরত আলী বেপারী, সাং-কোড়ালীয়া ৯৫। সিটু মোল্লা (৩৫), পিতা-মৃত আলম মোল্লা, সাং-ইব্রাহিমপুর ইউপি, চাঁদপুর সদর, ৯৬। মিঠু মোল্লা (২৯), পিতা-মৃত আলম মোল্লা, সাং- ইব্রাহিমপুর ইউপি, চাঁদপুর সদর, ৯৭। বাবু মোল্লা (৩৫), পিতা- মফিজ মোল্লা, সাং-ইব্রাহিমপুর ইউপি, চাঁদপুর সদর, ৯৮। তাজু শেখ, পিতা- অজ্ঞাত, সাং তরপুরচন্ডী (যুবলীগ), ৯৯। শামিম (জি. কে শামিম), পিতা- অজ্ঞাত, সাং শেনের দীঘিপাড়, ১০০। ইমরান হোসেন ইমু (২৭), পিতা- রুহুল আমিন বেপারীসহ ৫১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০০থেকে ১২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৮ জুলাই রাত ৮টায় এবং ৪ আগস্ট সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১ হাজার থেকে ১২শ’ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।