স্টাফ রিপোর্টার : দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে, তেমনি মনও ভালো থাকবে বলেছেন, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন পাটওয়ারী।
শুক্রবার ১৬ আগস্ট বিকালে মধ্যে ইছলী পাওয়ার প্লান্ট মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।
এইচ এম ইসমাইল হোসেন পাটওয়ারী আরো বলেন, খেলাধুলা মানুষের মনকে সজীব করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মোঃ সফিউদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারেক ভুঁইয়া, ছাত্রনেতা ইকবাল হোসেন, ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক জিহাদ ভূঁইয়া, মেজবাহ উদ্দিন মিশু ভূঁইয়া, জিসান আহমেদ পাটওয়ারী সহ ছাত্রদলের অন্যান্যের উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী মোহাম্মদ মনু খলিফার সভাপতিত্বে পরিচালনা করেন,১১ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মানিক গাজী।
টুর্নামেন্ট আয়োজন করেন ফিউচার যুব ক্রিয়া সংস্থা, উদয়ন স্পোর্টিং ক্লাব ও মধ্য ইছলী স্পোর্টিং ক্লাব। পরিচালনা করেন, মোঃ স্বপন হোসেন ও ফাহিম হোসাইন।