মাসুদ হোসেন : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি কোটা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুমা ইউনিয়নের মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কেন্দ্র ঘোষিত এ আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন শাহমাহমুদপুরের নেতৃবৃন্দ। উক্ত মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলামের মিলাদ ও দোয়া পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আবু তাহের খোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী,
প্রচার সম্পাদক মাসুদ হোসেন বেপারী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ ছাত্তার বেপারী, জেলা যুবদল নেতা রুমন হাজী, মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন তপদার, শাহমাহমুদপুরের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সম্পাদক হানিফ মাহমুদ, ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার পাটওয়ারী, ফয়সাল হাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ ও মুসল্লীগণ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা ও জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া-মোনাজাত করা হয়।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া করা। জানা যায়, এদিন শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদেও দোয়ার আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা।