স্টাফ রিপোর্টার : অবৈধভাবে থাকা ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা দিয়েছে বিআরডিবি কর্মকর্তা। এছাড়াও বিআরডিবির নিয়ন্ত্রণাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির জায়গায় নির্মাণ করা ২৬টি দোকান নিজেদের নিয়ন্ত্রণে ভাড়া আদায় করার জন্যে কড়া নির্দেশনা দিয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দীর্ঘ বছর ধরে ক্ষমতার প্রভাব দেখিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র আব্দুল খায়ের পাটোয়ারী ও তার সহযোগী প্যানেল মেয়র পরান কমিশনার তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের আশায় ওইসব দোকান নিয়ন্ত্রণে রাখতেন বলে বিভিন্ন মহলের অভিযোগ রয়েছে।
হয়রানি হওয়ার ভয়ে এতোদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। অবশেষে শেখ হাসিনার সরকার পতনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সম্পদ নিয়ন্ত্রণে নিতে উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও সমবায়ীরা জানায়, উপজেলা সদরের প্রাণকেন্দ্র কান্ডারী মহল মার্কেটের পাশে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রায় দুই কোটি টাকা মূল্যের একখণ্ড জায়গা রয়েছে। আবুল খায়ের পাটোয়ারী বিনা ভোটে উক্ত সমিতির চেয়ারম্যান হওয়ার পর তার ক্ষমতার অপব্যবহার করে সমিতির নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত জায়গায় আধাপাকা টিনশেডের ২৬টি দোকান ঘর নির্মাণ করেন। সেই সময় এসব দোকান নির্মাণের দায়িত্বে ছিলেন প্যানেল মেয়র পরান।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব দোকান বরাদ্দ দেওয়ার নামে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন আবুল খায়ের পাটোয়ারী ও তার সহযোগী পরান কমিশনার। আবার দোকান দেয়ার নামে টাকা নিয়েছেন ঠিকই, কিন্তু তার অতি পছন্দের লোক ছাড়া কেউই দোকান বুঝে পাননি। শুধু তাই নয়, ক্ষমতার দাপটে মেয়র আবুল খায়ের পাটোয়ারী নিজের পরিবারের সদস্য ছাড়াও টাকার বিনিময়ে দোকান বরাদ্দ দিয়েছেন। কোনো দোকানের মালিকের সাথে বিআরডিবির চুক্তিনামা না করায় দোকানের ভাড়া পেতো না ।
অবশেষে শেখ হাসিনার পতনের পর বিআরডিবির ফরিদগঞ্জ অফিসের নিয়ন্ত্রণে ওইসব দোকানের চুক্তিনামা করা ছাড়াও দোকানগুলোর ভাড়া আদায় করতে উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে উক্ত জায়গায় নির্মিত যে টিনশেড ঘরটি অস্থায়ী ভাবে উপজেলা আওয়ামী কার্যালয় নামে ব্যবহার করা হতো, ওই কার্যালয়ে গত মঙ্গলবার তালা দিয়েছে বিআরডিবি কর্মকর্তা।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা মশিউর রহমান ভুঁইয়া তার কার্যালয়ে এই প্রতিনিধির কাছে উপজেলা আওয়ামী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষমতার দাপটে অবৈধ দখলে রাখা ২৬ দোকানের চুক্তিনামা ও ভাড়া আদায়ের জন্যে দোকানের মালিকদেরকে কড়া বার্তা দেয়া হয়েছে।