চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের অবস্থান কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় বৃহস্পতিবার চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী সমমনা প্যানেলের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার ( ১৫ আগস্ট ) সকাল সোয়া দশটা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলা জজ আদালত চত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আইনজীবী নেতৃবৃন্দ।

কর্মসূচি পালনকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড : শরিফ মাহমুদ ফেরদাউস শাহীন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড: জসিম মেহেদী।

বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাড: সেলিম আকবর, অ্যাড: দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাড : কামাল উদ্দিন আহমেদ, অ্যাড: আজহারুল ইসলাম, অ্যাড: কোহিনুর রশিদ, অ্যাড: হারুনুর রশিদ, অ্যাড :বাবর বেপারী, অ্যাড: শামছুল ইসলাম মন্টু, অ্যাড: শেখ আবুল খায়ের সালেহ, অ্যাড: শিরিন সুলতানা মুক্তা, অ্যাড: মনিরা চৌধুরী, অ্যাড: জাকির হোসেন ফয়সাল, অ্যাড: তাফাজ্জল হোসেন, অ্যাড: নাজিমুল্লা বাপ্পি, অ্যাড: শাহেদুল হক মজুমদার সোহেল , অ্যাড: আক্তার সরকার, অ্যাড: এ . এন . এম মাইনুল ইসলাম, অ্যাড: তৌহিদুল ইসলাম তরুণ,

অ্যাড: নুরুল আমিন খান আকাশ, অ্যাড : মোহাম্মদ আলী, অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড: মাহমুদুল হাসান কবির, অ্যাড: ওমর ফারুক টিটু, অ্যাড : সাইফুল মোল্লা,অ্যাড : হেলাল জুরায়েত, অ্যাড: মান্নান, অ্যাড: শামীম হোসেন, অ্যাড: কামাল হোসেন, অ্যাড: জিসান আহমেদ রিপন, অ্যাড : বেনী আমিন, অ্যাড: সানজিদ সানি, অ্যাড: হাসানাত, অ্যাড: নাদিম হোসেন, অ্যাড: নকীব, অ্যাড: জাফর, অ্যাড,: রফিকুজ্জামান প্রমুখ।

 

সম্পর্কিত খবর