মহসিন হোসাইন : চাঁদপুর গাছতলা ব্রিজের টোল বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সিএনজি শ্রমিক সমিতির বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করা হয়েছে।
গতকাল ১৫আগস্ট বেলা ১২টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি করেন জেলার সিএনজি শ্রমিক সমিতির লোকজন।
এসময় তারা বলেন, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে গাছতলা ব্রিজের টোল বন্ধ করতে হবে। টোল বন্ধ কার্যকর না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে বিক্ষোভ মিছিল করেন।
এসময় চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক সমিতির এক সদস্য ফারুক জানান, তারা ইতোপূর্বে জেলা প্রশাসক কে অবহিত করেছেন দরখাস্তের মাধ্যমে টোল বন্ধের দাবিতে। কিন্তু জেলা প্রশাসকের কাছে থেকে এই পর্যন্ত কোনো সঠিক বিচার না পাওয়ায় পূনরায় তারা আন্দোলনে নেমেছেন।
পরবর্তীতে তারা জানান, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তাদেরকে বলেন, একবারে বন্ধ করার মতো ক্ষমতা তার হাতে নেই। তবে দৈনিক ১০টাকা করে টোল একবার দিবে, সেটা করা যেতে পারে। কিন্তু একেবারে বন্ধ করা যাবে না বলে তিনি তাঁদেরকে জানান।
তাই তাদের দাবিগুলো তারা সরাসরি জেলা প্রশাসকের সাথে কথা বলে সমাধান করতে চান। পরবর্তীতে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে টোল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় নি। সিদ্ধান্তে উপনীত হলেই তাদেরকে জানানো হবে।
এদিকে টোল বন্ধ কার্যকর না হওয়া পর্যন্ত সিএনজি শ্রমিক সমিতির লোকজন কোনোভাবেই টোল দিবেনা। তাদের দাবি মানতে হবে। তাদের দাবি অবৈধভাবে টোল নেওয়া অনতিবিলম্বে বন্ধ করতে হবে।
পরবর্তীতে জেলা সিএনজি শ্রমিক সমিতির আন্দোলনকৃত লোকজন কে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিতে বলেন । পরে শ্রমিক সমিতির লোকজন বিক্ষোভ মিছিল শেষে চাঁদপুর জেলা প্রশাসকে একটি স্মারকলিপি প্রদান প্রসঙ্গে তাদের সমাবেশ বন্ধ রাখেন।