চাঁদপুরে ডা. দীপু মনি, তার ভাই টিপু, ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

চাঁদপুর খবর রির্পোট: আওয়ামী লীগের ক্ষমতাধর মন্ত্রীদের অন্যতম সাবেক সমাজকল্যানমন্ত্রী ডা. দীপু মনি এবং তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০০ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে এখনও থানায় অভিযোগটি এজহার হিসেবে গন্য করা হয়নি (এ রিপোট লেখা পযন্ত) । তবে রাতে এজহার হতে পারে । অভিযোগে আসামীর নাম পরিবতন হতে পারে বলেও নিভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে ।

১৪ আগস্ট বুধবার অভিযোগ দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মুহসীন আলম।

মামলার বাদী চাঁদপুর শহরের মেথা রোডস্থ মুনিরা ভবনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার পৌর ৮নং ওয়ার্ডের কোড়ালিয়ার সামসুল হক হাওলাদের ছেলে মোঃ সেলিম মিয়া (৪৫)।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক সমাজকল্যানমন্ত্রী দীপু মনি, তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু, এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের হুমুকের মদদে গত ১৮ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় তাদের শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্রসহ শহরের মুনিরা ভবনে হামলা, মালামাল লুটপাট, ভাঙ্গচুর ও ভবনে অগ্নিসংযোগ করে। ওই মুনিরা ভবনের মালিক জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তখন চিকিৎসার জন্য দেশের বাহিরে ছিলেন। তাদের ধ্বংসযজ্ঞে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। তাই ন্যায় বিচার পেতেই থানায় মামলাটি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে দেখা যায়, মামলার এজাহারের সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান ও সাবেক নেতা। এসব নামের অধিকাংশই চাঁদপুর পৌর ও সদর উপজেলার আওতাধীন আওয়ামী লীগের নেতাকর্মী। আসামীর তালিকায় চাঁদপুর সদরের সকল চেয়ারম্যানের নাম রয়েছে ।

এদিকে মামলা প্রসঙ্গে ভুক্তভোগী চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি কখনো কারো সাথে অমানবিক আচরণ করিনি। অথচ শুধুমাত্র রাজনীতির কারনে প্রতিহিংসাবশত আমার বাড়ীতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় ও সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।

এদিকে মামলার বিবাদীদের সবাই আত্মগোপনে থাকায় তাদের সাথে যোগাযোগ করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ মুহসীন আলম বলেন, অভিযোগটির আইনী কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সেদিকেও নজর রাখা হবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এদিকে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর বিক্ষুব্ধ জনতা সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডা. দীপু মনির চাঁদপুরের বাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেন। শহরের নতুন বাজার এলাকায় পৌর মার্কেটে দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট নিয়ে তিনি চাঁদপুরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন।

সম্পর্কিত খবর