শাহমাহমুদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এর পদত্যাগের দাবীতে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

১৪ আগস্ট বুধবার বিকেলে চাঁদপুর কুমিল্লা-আঞ্চলিক মহাসড়কের ঘোসেরহাট থেকে মহামায়া পূর্ব বাজার পর্যন্ত মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসি ও এম সাখাওয়াত হোসেন পদত্যাগ দাবী করে বিভিন্ন শ্লোগান দেন। পরে মহামায়া পূর্ববাজার সিদ্দিক মার্কেট সম্মুখ্যে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদ।

ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মাহাবুব গাজীর নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াজী, সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাজাজালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহির বেপারী,

আরিফ তালুকদার, শরিফ বৈধ্য, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, ওয়াশিম হাজী, সাংগঠনিক সম্পাদক মজিব ক্বারী, যুবদল নেতা বিল্লাল পাটওয়ারী, নাছির হাজী, সুজন হাজী, ফয়সাল হাজী, নজরুল ইসলাম, সুমন মিজি, এনামুল গাজী, মুকবল বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারন সম্পাদক আল আমিন নয়ন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, দপ্তর সম্পাদক শাকিল গাজী,

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুর আলম গাজী, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ বেপারী, আনাছ গাজী, জুলাস পাটোয়ারী, রাসেল গাজী, জুম্মন খানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর