চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের সভাপতি ডা: জে আর ওয়াদুদু টিপু ও অধ্যক্ষ রতন কুমার মজুমদার আত্মগোপনে থাকায় পুরানবাজার ডিগ্রি কলেজের শিক্ষকরা সময়মত বেতন ভাতা তুলতে পারেনি। তবে পুরানবাজার ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে অত্র কলেজের শিক্ষক শোয়েব আহমেদ কে নিয়োগ করা হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুয়েল ঢালী, শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারীসহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানগণ আত্মগোপনে রয়েছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর থেকে তারা আত্মগোপনে করেন।
জানা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান গণ আত্মগোপনে থাকায় শিক্ষক কর্মচারীরা নির্ধারিত সময়ে জুলাই মাসের বেতন ভাতা তুলতে পারছে না।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত গত ১২আগস্ট ২০২৪তারিখের এক বিজ্ঞপ্তি বলা হয় যে সকল প্রতিষ্ঠানের সভাপতির পদত্যাগ,মৃত্যু বা অন্য কোন কারনে অনুপস্থিত থাকলে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার বিলে জেলা পর্যায় জেলা প্রশাসক ও উপজেলা পর্যায় উপজেলা নির্বাহী অফিসার এর স্বাক্ষরে উত্তোলন করতে পারবে।
তবে খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়, কামরাঙ্গা স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন কলেজের সভাপতি আত্মগোপনে থাকায় বেতন ভাতা উত্তোলন করতে পারছে না শিক্ষক কর্মচারীরা। সদর উপজেলার মাহামায়া বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতিরা আত্মগোপনে থাকায় সেখানকার শিক্ষকরাও বেতন ভাতা তুলতে পারেন না।