চাঁদপুর সদরে বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : সারাদেশে ১৫ আগষ্ট ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পায়তার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের বিক্ষোভ কর্মসুচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৪ আগষ্ট বিকালে সদর উপজেলার চান্দ্রা,হানারচর, বাগাদী, লক্ষীপুর ইউনিয়ন ঘুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে দেখা গেছে।

হাবারচর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ বিল্লাল গাজীর নেতৃত্ব যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আলমগীর শেখ, মামুন ছৈয়াল, সৈয়দ হাওলাদার, জসিম দেওয়ান, জাহাঙ্গীর বেপারীসহ ওয়ার্ড যুবদলের নেতাকর্মী অংশ নেয়।

এদিকে চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাজরে গিয়ে মিছিল শেষে ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খোরশেদ গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার গাজীর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জুলহাস জুয়েল। এসমায় চান্দ্রা ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

অপরদিকে বাগাদী ইউনিয়নের যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল নিয়ে নানিপুর, বাগাদী, ঢালিরঘাটসহ বিভিন্ন এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মোহসিন, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ সভাপতি মোঃ সুমন খান, সহ সাধারন সম্পাদক মোঃ মাসুদ মিয়াজী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ কবিরাজ, কোষাধ্যক্ষ আজমীর বকাউল, ক্রীড়া সম্পাদক রনি গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সাধারন সম্পাদক আল আমিন গাজী (রাজু) সহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর