চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদ থেকে অবশেষে পদত্যাগ করেছেন বহুল আলোচিত ও সমালোচিত সেই বিতকিত ব্যক্তি রতন কুমার মজুমদার।
১৪আগস্ট (বুধাবর) কলেজের সভাপতি বরাবর পদত্যাগ পত্র দাখিল করেন অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
পদত্যাগ পত্রে তিনি বলেন, আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা আর সম্ভব হয়ে উঠছে না। আমি আগামী ১৬আগস্ট ২০২৪ তারিখ থেকে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলাম।
জানা গেছে,গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পরে চাঁদপুরের পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার আত্মগোপনে যান এবং আত্নগোপনে থেকে তিনি শিক্ষার্থী ও জনদাবীর পরিপ্রেক্ষিতে পদত্যাগপত্র পাঠান ।