স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা কর আইনজীবী সমিতির পুরনো কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার ( ১৩ আগষ্ট ) রাতে শহরের হাজী মহসিন রোডস্থ একটু চাইনিজ রেস্টুরেন্টে সমিতির সভায় উপস্থিত সকল সমিতির সদস্যদের সিদ্ধান্ত মতে ২০২০-২০২১ সালের পুরানো কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১৩ই আগস্ট রাত থেকে সমিতির পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত সমিতির দায়িত্ব পালন করবেন সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র কর আইনজীবী হাবিবুর রহমান ও শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস।
কমিটি বিলুপ্ত ঘোষণার পূর্বে গত ১৩ই আগস্ট রাতে জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় সভায় সভাপতিত্ব করেন আয়কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড: আমির উদ্দিন ভূঁইয়া মন্টু ।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও আয়কর আইনজীবী হাবিবুর রহমান, সহ-সভাপতি অর্জুন কৃষ্ণ পাল , সদস্য অ্যাড : এ.জেড.এম.রফিকুল হাসান রীপন, অ্যাড : কাজী মোঃ খায়রুল হাসান জুম্মন, কাজী রকিবুল হাসান রহমান রুমন, অ্যাড: মাহমুদুল হাসান কবির, অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড : আরিফ রাব্বানী,অ্যাড : নেয়ামুল ইসলাম, অ্যাড : ফয়সাল, আমিনুল, আব্দুর রহমান, জাকির হোসেন, সাব্বির হোসেন, হুমায়ুন কবির, মাহমুদুল হাসান মামুন, কামরুল ইসলাম প্রমুখ।