চাঁদপুরে আঞ্জুমানের অফিস ভাংচুর ২১থান কাফনের কাপড় লুট !

স্টাফ রির্পোটার: চাঁদপুর বাসস্ট্যান্ডে অবস্থিত আঞ্জুমানে খাদেমুল ইনসানের অফিস ভাংচুর থান কাফনের কাপড় লুট করেছে একদল দুর্বৃত্ত । ওইদিন দুর্বৃত্তরা আনঞ্জুমানের অফিসের বিভিন্ন দরজা, জানালা এবং ভেতরের থাকা চেয়ার টেবিল ব্যাপক ভাংচুর করে। এসময় তারা অফিসে থাকা ২১ থান কাপনের কাপড় লুট করে নিয়ে যায় বলে অফিসের লোকজন জানিয়েছেন।

এ সুযোগে ৫ আগষ্ট বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্টে থাকা আঞ্জুমানে খাদেমুল ইনসানের অফিসের গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন দুর্বৃত্তরা। তারা অফিস কক্ষের দরজার তালা ভেঙ্গে দরজা, জানালার গ্লাস, টেবিলের দামি গ্লাস এবং চেয়ার টেবিল ভাংচুর করেন। একই সাথে বেওয়ারিশ লাশের জন্য রাখা অফিসে থাকা ২১ থান কাফনের কাপড় লুট করে নিয়ে যায় তারা।

একটি মানব সেবা প্রতিষ্ঠানে এমন হামলা ভাংচুর এবং মৃত মানুষের জন্য রাখা কাফনের কাপড় লুট করার ঘটনাটি নিন্দার চোখে দেখেছেন সচেতন মহল।

জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে চাঁদপুর আঞ্জুমানে খাদেমুল ইনসানের পক্ষ থেকে বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতায় চাঁদপুরের বিভিন্ন বেওয়ারিশ লাশের দাফন কাফন সহ গরীব অসহায়, দুঃস্থ মানুষদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন প্রদান করে আসছে।

করোনাকারীন সময়েও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য সুরক্ষায়, মাস্ক, হেক্সিসল বিতরণ, অক্সিজেন সেবা সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন এই আঞ্জুমানে খাদেমুল ইনসান। স্বেচ্ছাসেবী হিসেবে আঞ্জুমানের এসব মানব সেবা করার জন্য চাঁদপুর শহরের বাসস্ট্যান্ট পৌর কবরস্থানের অভিমুখে মসজিদ মার্কেটের ২য় তলায় একটি অফিসে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এ ব্যাপারে আঞ্জুমানে খাদেমুল ইনসানের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবু নইম পাটওয়ারী দুলাল গতকাল ১৩ আগষ্ট দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুর শহরের বাসস্ট্যান্টে থাকা আঞ্জুমানে খাদেমুল ইনসানের অফিসের গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন দুর্বৃত্তরা। বিষয়টি দু:খজনক । জনগনের মানসেবায় এই প্রতিষ্ঠানটি দীঘদিন কাজ করে আসছে ।

এই ঘটনা তৃতীয় কোন সুবিধা পক্ষ এ কাজ করেছে বলে আমার বিশ্বাস । এই পক্ষটি আমার বাড়ী ভাংচুর করেছে । সেই সাথে সেই দিন আমার ভাই কামাল পাটওয়ারীর অফিসও ভাংচুর করা হয়েছে । আমি এবং আমার পরিবার কাউর কোন ক্ষতি করিনি । সবসময়ই মানুষের পাশে থেকেছি । সহযোগিতা করেছি । আমি নিশ্চিত এসব ঘটনা কোন ছাত্র কিংবা বিএনপি কিংবা বিরোধী কেউ করেনি । তৃতীয় পক্ষ আমার বাড়ী ,আমার ভাইয়ের অফিস এবং আঞ্জুমানে খাদেমুল ইনসানের অফিস ভাংচুর করেছে ।

সম্পর্কিত খবর