পালপাড়া বাড়ির দেওয়াল জোরপূর্বক ভাংচুর সংক্রান্ত সংবাদের প্রতিবাদ

গতকাল ১৩ আগষ্ট দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় প্রকাশিত চাঁদপুর শহরের ট্রাক রোডস্থ পালপাড়ার এলাকার ব্যবসায়ী আ: ছাত্তার ভূইয়ার পালপাড়া বাড়ির দেওয়াল জোরপূর্বক ভাংচুর ! র্শীষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাবেক কমিশনার জনু হাওলাদার।

সাবেক কমিশনার জনু হাওলাদার মোবাইল ফোনে এক প্রতিবাদলিপিতে জানান, পুরানবাজারের ব্যবসায়ী মরহুম আ: ছাত্তার ভূইয়ার পালপাড়া বাড়ির দেওয়াল জোরপূর্বক ভাংচুরের ঘটনার সংবাদটি সঠিক নয় । জনৈক ফারুক মৃধাগংরা তাদের নিজস্ব সম্পত্তিতে কাজ করছে ।

এখানে বে-আইনী কোন কাজ করা হয়নি । পত্রিকার প্রতিবেদনকে ভূল তথ্য দিয়ে উক্ত সংবাদটি প্রকাশ করা হয়েছে । এখানে আমি একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে আমাকে ঘটনাস্থলে ডেকেছে । আমি শুধু সেখানে সামাজিক দায়িত্ব পালন করেছি মাত্র । তাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি ।

সম্পর্কিত খবর