মো. হোসেন বেপারী : চাঁদপুরের হাজীগঞ্জে আবদুল্লাহ সর্দার (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সর্দার বাড়ি (দোয়াবাড়ি) তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই বাড়ির মো. আলমের ছেলে। স্থানীয় ইউপি সদস্য হানিফ সর্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমএল এসএস কাউছার আলম জানান, স্কুলের পিছনের পুকুরে এ শিশুর মৃতদেহ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, আবদুল্লাহ নামে শিশুটিকে হাসপাতালের আনার আগেই মৃত্যু হয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।