চাঁদপুর আয়কর অফিসে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি!

ইব্রাহিম খান : চাঁদপুর আয়কর অফিসে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

জানা যায়, আন্দোলন চলাকালীন সময়ে গত ৫ আগস্ট বিকেলে চাঁদপুর আয়কর অফিসে হামলা ভাংচুর ও আগুন দেয় দূর্বৃত্তরা। এদিন হঠাৎ করেই হামলায় হতবিহ্বল হয়ে পড়ে অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এমনকি অফিসের ৪ জন স্টাফ প্রায় ৪ ঘন্টার মত বিতরে আটকা পড়ে।

এদিন আয়কর অফিসের মূল ফটকের দৃস্টিনন্দন সাইন বোর্ড,৪ টি সিসি ক্যামেরা, ১৮ টি থাই গ্লাস, ১ টি চেয়ার ভাংচুর করে দূর্বৃত্তরা।এমনকি এসময় অফিসের নীচ তলায় আগুন দেয়। আগুনে ১ টি জায়নামাজ ও ৩ টি নথির আংশিক পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়ায় প্রায় আড়াই লাখ টাকা।

এবিষয়ে উপ-কর কমিশনার (চাঁদপুর) সৈয়দ কালিমুল্লাহ জানান, ৪ আগস্ট বিকেলে আমাদের অফিসে হঠাৎ করেই হামলা ভাংচুর এমনকি নীচ তলায় আগুন দেয় দূর্বৃত্তরা। এসময় আমাদের ৪ জন স্টাফ আটকা পড়ে। । সব মিলিয়ে আমাদের অফিসে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সম্পর্কিত খবর