মো. হোসেন বেপারী : মাথায় ১০ লাখ টাকার ঋণের বোঝা। আছে ছোট ছোট দুই ছেলে ও মেয়ে সন্তান। পরিবারের দূর দিন ফিরবে এমন আসায় গেলো ২ মাস আগে প্রবাসে পাড়ি জমায় আব্দুর রহিম। তবে দুর্বৃত্তের আগুনে মুহূর্তেই সব তচনচ হয়ে গেছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের মতিন বেপারী বাড়ির আব্দুল মতিনের ছেলে প্রবাসী আব্দুর রহিমের বসতঘরে দুর্বৃত্তরা আগুন দেয়।
আব্দুর রহিমের সালিকা ফাতেমা আক্তার জানান, ১০ লাখ টাকার ঋণ করা আব্দুর রহিমের। ঘরে থাকা খাট, আলমারী, ওয়ার্ডরোব, ফ্রিজ, চেয়ার-টেবিল সহ ৩ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আব্দুর রহিমের স্ত্রী পরিবার সহ বাবার বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা বসতঘরে আগুন দিয়ে সব পুড়িয়ে দেয়। ছোট ছোট দুই সন্তান নিয়ে নিঃশ এখন পরিবারটি।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।