চাঁদপুরে ব্যবসায়ী আ: ছাত্তার ভূইয়ার পালপাড়া বাড়ির দেওয়াল জোরপূর্বক ভাংচুর !

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদরের পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আ: ছাত্তার ভূইয়ার ট্রাক রোডস্থ পালপাড়া বাড়ির দেওয়াল জোরপূর্বক ভাংচুর করেছে একদল দুবৃত্তরা ।

গতকাল মরহুম আ: ছাত্তার ভূইয়ার ছেলে সৈয়দুর রহমান জানান জনৈক ফারুক মৃধা নেতৃত্বে জোরপৃবক বাড়ির দেওয়াল ভেঙ্গে তাদের যাতায়াতের রাস্তার জন্য একদল দুবৃত্ত এ ঘটনা ঘটায়।

তিনি আরো জানান, বিষয়টি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও আক্তার মাঝিকে জানানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে বিষয়টি জানালে, সেনা বাহিনী সরেজমিনে পরিদর্শন করে কাজ বন্ধ করে দেয়। কিন্তু সেনাবাহিনী চলে যাওয়ার পর পুনরায় কাজ চালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার জনু হাওলাদার।

বতর্মানে মরহুম আ: ছাত্তার ভূইয়ার ছেলে সৈয়দুর রহমান সহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে। সন্ত্রাসী দখল থেকে মুক্তি পেতে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

সম্পর্কিত খবর