চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সভায় অংশ নেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুজনিত কারণে উপস্থিত সদস্যদের সম্মতিতে আইনজীবী সমিতির সভাপতি হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এ.এন.এম. মাঈনুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এ. এন. এম. মাঈনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদলা আলম চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত করার অ্যাডঃ জাবির হোসেন।
সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী ফজলুল হক সরকার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ মোজাফফর সেলিম,

অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ শাহআলম ফরাজী, অ্যাডঃ আমানুল্লাহ, অ্যাডঃ দুলাল মিয়া পাটোয়ারী, অ্যাডঃ আহসান হাবীব, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ শেখ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ দেবাশীষ কর মধু, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ জসীম উদ্দীন ভূঁইয়া, অ্যাডঃ ইমরান হোসেন, অ্যাডঃ আব্দুল্লাহিল বাকি, অ্যাডঃ নাজিবুল্লাহ বাপ্পি, অ্যাডঃ শাহাদাত হোসেন, অ্যাডঃ এ. জেড. এম. রফিকুল হাসান রীপন, অ্যাডঃ আব্দুল হালিম পাটোয়ারী প্রমুখ।

সভায় সকলের সিদ্ধান্তমতে, ১২ আগস্ট থেকে আগামী নির্বাচনের দিন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এ. এন. এ. মাঈনুল ইসলাম এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরেই সকল কিছু পরিচালনা হবে।

সম্পর্কিত খবর