ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে চাঁদপুর শহর জামায়াতের খাবার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী : সারা দেশে ন্যায় চাঁদপুরের সড়কে যানবাবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন শিক্ষার্থীরা ট্রাফিকের কাজটি করে যাচ্ছেন। আর শিক্ষার্থীদের এ কাজে সহায়তা করতে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে চাঁদপুর শহর জামায়াত ইসলামি নেতৃবৃন্দ।

সোমবার (১২ আগষ্ট) দুপুরে চাঁদপুর শহরের প্রানকেন্দ্র কালীবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও সপ্তাহব্যাপী কর্মবিরতি প্রত্যাহার করে চাঁদপুরে কর্মস্থলে যোগদান পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অসিসার ইনচার্জ শেখ মোঃ মুহসীন আলম, বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির বিল্লাল হোসেন মিয়াজী, জেলা সেক্রেটারী অ্যডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, শহর জামায়াত ইসলামীর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সেক্রেটারী, বেলায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার সেক্রেটারী জাহিদুল ইসলাম, জামায়াত ইসলামী নেতা আব্দুস শুকুর মস্তানসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।

সম্পর্কিত খবর